যেসব টিভি চ্যানেলে দেখা যাবে আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৩ মার্চ ২০১৯
যেসব টিভি চ্যানেলে দেখা যাবে আইপিএল

ভারতের চেন্নাইয়ে শুরু হয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিক ভিত্তিক টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আইপিএলের দ্বাদশ আসরের গুরুত্বটা এবার একটু বেশি। কারণ দু’মাস পরেই ওয়ানডেতে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার জন্য ব্যাট-বলের লড়াইয়ে নামবে ১০টি দেশ। ওয়ানডে বিশ্বকাপের আগে এই ফরম্যাট বেশ সহায়ক হবে মনে করেন অনেক বাঘা-বাঘা খেলোয়াড়।

        আইপিএলের ম্যাচ লাইভ দেখুন> আইপিএল লাইভ

জনপ্রিয় এ টুর্নামেন্ট নিয়ে শুধু ভারতই নয়, উত্তেজনায় পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের মতো বাংলাদেশেও আইপিএল নিয়ে নামুষের তীব্র আকর্ষণ। কখন কার খেলা, কে কার বিরুদ্ধে জিতল, কে কত রান করলো কিংবা কত উইকেট পেল, এমনকি কে কয়টা ছক্কা মারল -এসব জানার তীব্র নেশা সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের কথা চিন্তা করেই বরাবরের মত এবারও আইপিএলের খেলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে বেসরকারি টিভি চ্যানেল নাইন। আইপিএলের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে তারা।

চ্যানেল নাইন ছাড়াও স্টার স্পোর্টস নেটওয়ার্ক থেকেও সরাসরি খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা। যারা ইন্টারনেটে সরাসরি খেলা দেখতে চান তাদের জন্য রযেছে হটস্টার। এছাড়া সাইটেও সবগুলো ম্যাচের আপডেট জানানো হবে।

মূল টিভি স্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য তারা ২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে। স্টার ইন্ডিয়া মোট ৬টি ভাষায় ধারাভাষ্য প্রচার করবে। এর মধ্যে রয়েছে- ইংরেজি, হিন্দি, তামিল, কান্নাডা, বাংলা এবং তেলেগু।

ভারতে স্টার স্পোর্টসের প্রায় সবগুলো চ্যানেলে দেখা যাবে আইপিএলের খেলা। যেমন- স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ১ তামিল, সুভারানা প্লাস, জলসা মুভিজ এইচডি, মা মুভিজ।

মার্কিন যুক্তরাষ্ট্রে আইপিএলের খেলা দেখা যাবে উইলো টিভিতে। কানাডায়ও একই চ্যানেল- উইলো টিভি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলা দেখা যাবে ফ্লো টিভিতে। যুক্তরাজ্যে দেখা যাবে স্কাই স্পোর্টস, সাব সাহারা আফ্রিকান অঞ্চলে দেখা যাবে সুপার স্পোর্টস, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় দেখা যাবে বেইন স্পোর্টসে, বাংলাদেশে চ্যানেল নাইন, অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস, নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস এবং আফগানিস্তানে দেখা যাবে লেমার টিভিতে।

অনলাইনে আইপিএল দেখাবে হটস্টার। এ মাধ্যমে আইপিএল দেখা যাবে শুধু ভারত, যুক্তরাষ্ট্র এবং কানাডায়। ইয়াপ টিভিতেও দেখাবে আইপিএল। দেখা যাবে অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতেও।

তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এবার আইপিএলের কোন ম্যাচ দেখাবে না পাকিস্তান।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে আইপিএলের লড়াইয়ে বিশ্ব তারকারা

বিশ্বকাপের আগে আইপিএলের লড়াইয়ে বিশ্ব তারকারা

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

আইপিএল-২০১৯ : পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইপিএল-২০১৯ : পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাঠে বসেই আইপিএল দেখবে কুকুর!

মাঠে বসেই আইপিএল দেখবে কুকুর!