৭০ রানেই অলআউট কোহলির ব্যাঙ্গালুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৩ মার্চ ২০১৯
৭০ রানেই অলআউট কোহলির ব্যাঙ্গালুরু

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই হুচট খেলো দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির। ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৭০ রানেই গুটিয়ে গেছে বিরাট কোহলির দল ব্যাঙ্গালুরু।

উত্তরসূরীর সঙ্গে এই লড়াইয়ের প্রথম অংশটা জিতে নিয়েছেন ধোনি। বুদ্ধিদীপ্ত নেতৃত্বে ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলিকে ভয়ংকর হতে দেননি। ওপেনিংয়ে নেমে মাত্র ৬ রান করে কোহলি ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাঙ্গালুরুর ইনিংস।

ওপেনিংয়ে কোহলির সঙ্গে নামা পার্থিব প্যাটেল হাল না ধরলে কি যে হতো! দলের বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে পার্থিব আউট হন ২৯ রানে। ৩৫ বলের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি হাঁকান তিনি।

মঈন আলি (৯), এবি ডি ভিলিয়ার্স (৯), সিমরন হেটমায়ার (০), কলিন ডি গ্র্যান্ডহোমের (৪) মতো নামজাদা ব্যাটসম্যানরা ফিরেছেন দলকে হতাশ করেই।

চেন্নাইয়ের লেগস্পিনার ইমরান তাহির ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে নিয়েছেন ৩টি উইকেট। ৩ উইকেট নেন অফস্পিনার হরভজন সিংও। রবীন্দ্র জাদেজা নেন ২টি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কোন অজুহাত নয়, জিততে হবে : কোহলি

কোন অজুহাত নয়, জিততে হবে : কোহলি

সাব্বির হোসেনের ব্যাটে শাইনপুকুরের প্রথম জয়

সাব্বির হোসেনের ব্যাটে শাইনপুকুরের প্রথম জয়

টানা দ্বিতীয় জয় প্রাইম দোলেশ্বরের

টানা দ্বিতীয় জয় প্রাইম দোলেশ্বরের

আইপিএলে এবারও থাকছে প্রাইজমানির ঝলকানি

আইপিএলে এবারও থাকছে প্রাইজমানির ঝলকানি