আইপিএলের ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ৩০ মার্চ ২০২০
আইপিএলের ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের টুর্নামেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আইপিএলের ১৩তম আসরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মাঝে এমন তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ওয়েবসাইটের এক প্রতিবেদনে বিসিসিআই-এর বরাত দিয়ে এমন তথ্য জানানো হয়েছে।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারেণ ১৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে সমগ্র ভারতে ১৪ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত লগডাউন চলায় আইপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সরকারিভাবে এখনও ঘোষণা না আসলেও করোনাভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে বাতিলের দিকেই সম্ভবত এগোচ্ছে আইপিএল। তবে এমন তথ্যকে গুজব বলে অভিহীত করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তারা জানায়, বিসিসিআই সূত্র নিশ্চিত করেছে যে, এ বছরের আইপিএলের ভাগ্য নিয়ে এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

এর আগে গত ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল ভারতী ক্রিকেট বোর্ড। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গলি বলেছিলেন, কাটছাঁট করে হবে এবারের আইপিএল।

তবে ভারতে আগের চেয়ে করোনা সংক্রমণের হার বেড়েছে। বোর্ড সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘এমন পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

কিংস ইলেভেন পঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘অবস্থার একটুও উন্নতি হয়নি। ফলে আইপিএল নিয়ে এখনই কোন কথা বলা যাচ্ছে না।’

সর্বশেষ তথ্যানুযায়ী ভারতে এখন পর্যন্ত (৩০ মার্চ) প্রাণঘাতি করোনাভাইরাসে ১ হাজার ৭১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ভালো হয়েছেন ১০০ জন এবং মারা গেছেন ২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীয় সংখ্যা ৪৭ জন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

নিলাম শেষে যেমন হলো আইপিএলের দল

নিলাম শেষে যেমন হলো আইপিএলের দল

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ