আইপিএল নিয়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ভারতের না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০
আইপিএল নিয়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ভারতের না

করোনাভাইরাসের কারণে থেমে আছে বিশ্বক্রীড়াঙ্গন। প্রাণঘাতি এ ভাইরাসের কবলে পড়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। বোর্ড থেকে বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ভারতের তুলনায় শ্রীলঙ্কায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কম। আর তাতেই শ্রীলঙ্কায় আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিলেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাস্মি সিলভা। তবে শ্রীলঙ্কার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ভারত।

শ্রীলঙ্কায় আইপিএল হবে এমন গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা। জানিয়েছেন, শ্রীলঙ্কা এখনও তাদের অফিসিয়ালি কোন আবেদন পাঠায়নি। এছাড়া এসব নিয়ে আলোচনার কোন সুযোগ নেই।

পিটিআইকে বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে তাদের কাছে কোন আবেদন পাঠানো হয়নি এবং কখনও এটা নিয়ে কাজে লাগার মতো আলোচনা হতে পারে তা নিয়েও নিশ্চয়তা নেই। গোটা বিশ্ব যখন বন্ধ তখন বিসিসিআই সেই জায়গায় নেই যে এই বিষয়ে কিছু বলবে।

এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ও ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আয়েজন করা হয়েছিল আইপিএল। হয়ত সেই আশায় শ্রীলঙ্কার পক্ষ থেকে এমনটা ভাবা হয়েছিল।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরে আইপিএল আয়োজনের কথা ভাবছে কর্তৃপক্ষ। যদিও করোনাভাইরাস পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা কারো জানা নেই।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক

টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক

রাজ্জাকদের তিন মাসের বেতন পরিশোধ করলো বিসিবি

রাজ্জাকদের তিন মাসের বেতন পরিশোধ করলো বিসিবি

পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

শঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ, প্রস্তাব বাতিলের

শঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ, প্রস্তাব বাতিলের