শঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ, প্রস্তাব বাতিলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০
শঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ, প্রস্তাব বাতিলের

চলতি বছর অ্যাশেজ দিয়ে যাত্রা শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেলা বন্ধ থাকায় করোনা পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ ও লিগ ভিত্তিক ওয়ানডে সিরিজ মেলাতে গিয়ে পড়তে হতে পারে সূচি বিপর্যয়ে। আর তাই তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ‍দুই বছর মেয়াদি লিগ ভিত্তিক ওয়ানডে সিরিজ বাতিলের প্রস্তাব করেছে ক্রিকেটের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলো। তাতে সায় দিয়েছে আইসিসিও।

প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ‍দুই বছর মেয়াদি লিগ ভিত্তিক ওয়ানডে সিরিজ বাতিলের প্রস্তাব রাখলেও আইসিসি তাকিয়ে আছে সব ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। চলিত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী বছর ভারতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শঙ্কা জাগতে পারে দুটি বিশ্বকাপ আয়োজন নিয়ে।

আর বিশ্বকাপের মতো আসর বাতিল হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বোর্ডগুলো। তাই তো ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের নেতৃত্বে অন্য কিছু বোর্ড আইসিসিকে করোনার কারণে আগামী দুই বছরের জন্য ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের প্রস্তাব করেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসিকে ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) ঢেলে সাজানোরও আহ্বান জানিয়েছে বোর্ডগুলো। ইসিবি এতে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে। আইসিসির সঙ্গে বোর্ডগুলোর এ আলোচনা দুই সপ্তাহ আগেই হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এ নিয়ে আলোচনা চলছে এখনও। তবে আইসিসি কোনো ধারণা এখনও দেয়নি।’

তবে আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, আইসিসি ক্রিকেট বোর্ডগুলোর এই প্রস্তাবে সায় দিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ইভেন্টগুলো যেভাবে সাজানো আছে সেভাবেই আমরা করার পরিকল্পনা করছি। কিন্তু আমাদের আর্থিক ব্যাপারগুলোও দেখতে হবে। তার জন্য সকল বোর্ডকে তাদের অভ্যান্তরীণ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। সব বোর্ড সম্মত না হলে, এই পরিস্থিতি সামাল দিয়ে কোনকিছুই ঠিকঠাক সমাধান সম্ভব নয়। এই প্রাদুর্ভাব আইসিসির বড় পরীক্ষা নেবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার

ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান