ক্রিকেট আয়ারল্যান্ডের সহ-অধিনায়ক হলেন পল স্টার্লিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২০ জুন ২০২০
ক্রিকেট আয়ারল্যান্ডের সহ-অধিনায়ক হলেন পল স্টার্লিং

ক্রিকেটীয় জ্ঞানে সমৃদ্ধ হিসেবে আখ্যা পাওয়া পল স্টার্লিং এবার পেলেন নতুন দায়িত্ব। ক্রিকেট আয়ারল্যান্ড নতুন সহ-অধিনায়ক হিসাবে ২৯ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান পল স্টার্লিং এর নাম ঘোষণা করেছে।

শুক্রবার (১৯ জুন) ক্রিকেট আইয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

২০১৯ সালে উইলিয়াম পোর্টারফিল্ড নেতৃত্ব ছাড়লে দলের দায়িত্ব পান বালবার্নি। স্টার্লিংয়ের ডেপুটি হওয়াকে শতভাগ সঠিক সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি পলকে (পল স্টার্লিং) ১২ বছর বয়স থেকে চিনি। তখন ও আন্তঃপ্রদেশীয় ক্রিকেটে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। ক্যারিয়ারেও একইভাবে আমরা বেড়ে উঠেছি। সেই হিসেবে সে খুবই কাছের একজন বন্ধু। আমার ডেপুটি কে হতে পারে বিষয়টি নিয়ে যখন ভাবছিলাম তখন তার কথাই মনে হয়েছে।

আইরিশ অধিনায়ক বলেন, ‘ক্যারিবিয়ানে তাকে এই (পল স্টার্লিং) পরিকল্পনার কথা বলেছিলাম। শোনার পর সে বলেছিল, এমন কিছু করতে পারলে তার খুবই ভালো লাগবে। সেই এমন একজন, যার কাছ থেকে সবসময় পরামর্শ নেই। বিশেষ করে আমার ব্যাটিংয়ের সময়।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আগামী কয়েক বছরের জন্য ওকে আমার ডান হাত হিসেবে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চবোধ করছি। আমি নিশ্চিত সেও রোমাঞ্চবোধ করছে।’

২০০৮ সালের মাচে আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসি আন্তঃমহাদেশীয় কাপের মধ্যদিয়ে জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করেন পল স্টার্লিং। এরপর এইক বছরের জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে আয়ারল্যান্ড

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে আয়ারল্যান্ড

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড

ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড

জিম্বাবুয়ে সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

জিম্বাবুয়ে সফর স্থগিত করলো আয়ারল্যান্ড