সেরার মর্যাদা না পাওয়ায় হোল্ডারের আক্ষেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৯ জুলাই ২০২০
সেরার মর্যাদা না পাওয়ায় হোল্ডারের আক্ষেপ

দীর্ঘ ১৮ মাস ধরে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার। তবে তিনি যে সেরা সেটা মনে হয় অনেকেই জানে না! এর কারণটাও স্পষ্টতই। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুইয়ে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

স্টোকসের বেশ কিছু অতিমানবীয় ইনিংসের জন্য বিশ্ব ক্রিকেটে বেশ সমাদৃত। বেন স্টোকসকে ঘিরে বিশ্ব ক্রিকেটের যত মাতামাতি সে তুলনায় বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার পরও তাকে নিয়ে তেমন মাতামাতি নেই। যা কি-না কষ্ট দেয় স্বয়ং হোল্ডারকেও। সে আক্ষেপের কথা জানিয়েছেন তিনি নিজেই।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে নিজের কিংবা আইসিসির অর্জন নিয়ে কথা বলতে পছন্দ করি না। বেনকে নিয়ে সবসময় কথা বলা হয় এবং সে যোগ্য বলেই। কিন্তু আইসিসি র‍্যাংকিং বলছে আমি বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার। কিন্তু যে মর্যাদা আমার পাওয়ার কথা তা কী পাচ্ছি? কে জানে!’

তবে তা নিয়ে খুব একটা মন খারাপ করেন না বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে এ নিয়ে মন খারাপ করি না। সাংবাদিকরা আছেন, তারা এ নিয়ে লিখবেন। এখানে এসেছি খেলতে। যখন মাঠে স্টোকসের মতো প্রতিপক্ষ থাকে, ক্রিকেটজুড়ে তখন লড়াইটা দারুণ জমে।’

নিয়মিত অধিনায়ক জো রুট না থাকায় সাউথাম্পটন টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন বেন স্টোকস। যোগ্য নেতার হাতেই দায়িত্ব পড়েছে বলে মনে করেন ক্যারিবিয়ান অধিনায়ক।

তিনি বলেন, ‘সিরিজ শেষে আমি স্টোকসকে পরামর্শ দেব। ইংল্যান্ড যোগ্য লোকের হাতেই পড়েছে। একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং আমি নিশ্চিত ড্রেসিংরুমের সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনবে। সে অভিজ্ঞ। এক ম্যাচের জন্য অধিনায়ক হলেও তাকে শুভ কামনা জানাচ্ছি।’

এদিকে করোনা পরবর্তী সময়ে বুধবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিবে ইংল্যান্ড। তিন ম্যাচের রাইস দ্য ব্যাট টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে ১৬ ও ২৪ তারিখে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজের পর আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপরই শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচদিন লড়াই করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ : লারা

পাঁচদিন লড়াই করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ : লারা

আইপিএল আয়োজন করতে চায় নিউজিল্যান্ড

আইপিএল আয়োজন করতে চায় নিউজিল্যান্ড

সাউদাম্পটন টেস্টে থাকছে ‘নকল শব্দ’

সাউদাম্পটন টেস্টে থাকছে ‘নকল শব্দ’

পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার ভারতীয় জুয়াড়ি

পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার ভারতীয় জুয়াড়ি