সাউদাম্পটন টেস্টে থাকছে ‘নকল শব্দ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ০৮ জুলাই ২০২০
সাউদাম্পটন টেস্টে থাকছে ‘নকল শব্দ’

প্রাণঘাতি করোনাভাইরাসের ১১৬ দিন বিরতির পর বুধবার থেকে সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও থাকছে না দর্শক। করোনার কারণে ব্যাপক সুরক্ষাবলয়ের ব্যবস্থা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই জীবাণুমক্ত ও দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

মাঠে দর্শক না থাকলেও ক্রিকেটারদের উৎসাহ যোগাতে ‘নকল শব্দ’ এর ব্যবস্থা রাখা হয়েছে। ম্যাচের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হবে সেই সব শব্দ। ফাঁকা মাঠে খেলতে যাতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কোন সমস্যা না হয়, সেই কারণেই প্রযুক্তির ব্যবহারে নানা ধরনের শব্দ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তার আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দু’দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের কাছ থেকে এ বিষয়ে সম্মতি নেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দু’দলের খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ বলেন, ‘পুরো শব্দহীন থাকার থেকে কিছু শব্দ হলেও খুবই ভাল হয়। তবে আমরা দর্শকদের খুব মিস করবো।’

ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস বলেন, ‘দর্শক ছাড়া ক্রিকেট ভাবতেই পারি না। কিন্তু পরিস্থিতির কথা আমাদের ভাবতে হবে। ভালো কিছুর জন্য অন্যকিছু ছাড় দিলে ক্ষতি নেই। যেকোন উপায়ে হোক ক্রিকেট তো মাঠে ফিরছে।’

বোলারার উইকেট শিকার করলে গ্যালারি থেকে সাধারণত যে শব্দ পাওয়া যায় সেটি থাকবে পুরো স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে। ব্যাটসম্যান চার-ছক্কা মারলে, সেঞ্চুরি তুলে নিলে গ্যালারিতে আসবে ‘নকল শব্দ’। ওভার বা ইনিংসে মাঝে গানও বাজবে পুরো স্টেডিয়ামে। যা সত্যিই এক অভিনব ব্যাপার হতে যাচ্ছে।

বুঝার উপায় থাকবে না গ্যালারি শূন্য স্টেডিয়ামে। শুধুমাত্র চোখ দিয়ে তাকালেই বুঝা যাবে, গ্যালারিশুন্য স্টেডিয়ামে খেলতে হচ্ছে স্টোকস-হোল্ডারদের। নতুন এই পরিস্থিতির সাথে ক্রিকেটাররা এই সিরিজে কীভাবে মানিয়ে নেন, তা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়

কোহলিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়

ইংল্যান্ড সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

ইংল্যান্ড সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যেও তাহলে একই অবস্থা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যেও তাহলে একই অবস্থা?

সিপিএলে ছয় দলের স্কোয়াড চূড়ান্ত, নেই কোন বাংলাদেশি

সিপিএলে ছয় দলের স্কোয়াড চূড়ান্ত, নেই কোন বাংলাদেশি