বিসিসিএ’র সদস্য হলেন সানোয়ার হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৫ জুলাই ২০২০
বিসিসিএ’র সদস্য হলেন সানোয়ার হোসেন

বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশনের (বিসিসিএ) সদস্য হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও এসিসি লেভেল টু ক্রিকেট কোচ সানোয়ার হোসেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিসিসিএ-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিসিএ-এর ফেসবুক পেজে এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও ক্রিকেটার তৈরির কারিগর আমিরুজ্জামান বাবু এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে সানোয়ার হোসেনকে বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়।

চলতি বছরের মার্চে ক্রিকেট কোচেস এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। কোচদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। করোনাকালীন দুর্যোগে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ঢাকা মেট্রোর ৮০ জন কোচকে যে অর্থ সহায়তা দিয়েছে, তা এই কোচেস এসোসিয়েশনের প্রস্তাবেই দেওয়া হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ১০০ জন ক্রিকেট কোচকে অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ক্রিকেট কোচেস এসোসিয়েশন। সেই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন রুবেল হোসেন এবং একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

মাশরাফির করোনা নিয়ে আবারও বিভ্রান্তিকর তথ্য!

মাশরাফির করোনা নিয়ে আবারও বিভ্রান্তিকর তথ্য!

জীবনের দ্বিতীয় ইনিংসে মোসাদ্দেকের দ্বিতীয় যাত্রা

জীবনের দ্বিতীয় ইনিংসে মোসাদ্দেকের দ্বিতীয় যাত্রা

রায়হান যা করেছে তা অবিশ্বাস্য

রায়হান যা করেছে তা অবিশ্বাস্য