মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৪ জুলাই ২০২০
মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

প্রাণঘাতি করোনার কারণে টানা তিন মাস বিরতির পর মাঠে ফিরেছে লা লিগা। ১১ জুন (বৃহস্পতিবার) মাঠে ফেরার পর প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে লা লিগার ম্যাচ। লিগের এ অল্প সময়েই ৯টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রতিটি ম্যাচেই পুরো সময় খেলেছেন ফুটবল যাদুকর নিওনেল মেসি।

বার্সেলোনার হয়ে টানা ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়েছেন মেসি। ফলে সয়ং বার্সা কোচ মরে করছেন, আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন।

লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে শনিবার (১১ জুলাই) ভাইয়াদলিদের মাঠে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে শিরোপার দৌড়ে ঠিকে রয়েছে বার্সেলোনা। জয় পাওয়া ওই ম্যাচের একমাত্র গোলটি করেন আরতুরো ভিদাল। মেসির বাড়িয়ে দেওয়া বল থেকেই তিনি গোল করেন।

ওই ম্যাচ শেষে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন বলেন, ‘সামনে (ম্যাচের শেষ দিকে) তাকে (মেসি) বিশ্রাম দিলে হতো। আমি আগেই তাকে এটা বলেছি, যদি আমরা আরও কয়েকটা গোল প্রধমার্ধে পেতাম এবং আমি মনে করি, সেটা আমরা পাওয়ার যোগ্য ছিলাম, তাহলে তাকে (মেসি) তুলে নিতে পারতাম এবং বিশ্রাম দিতে পারতাম। আরও কিছু খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া যেত। এখন পরিস্থিতি ভিন্ন।’

চলতি লিগে ৩৬ ম্যাচ খেলে ২৪ জয় ও সাত ড্র নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৯। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮০। সমান ৩৬ পয়েন্ট খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেটিকো মাদ্রিদ।

লা লিগার পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় কোন একটি ম্যাচে পয়েন্ট হারালেই শিরোপা জয়ের রাস্তা থেকে ছিটকে পড়বে বার্সেলোনা। ফলে বর্তমান অবস্থায় মেসিকে বিশ্রাম দেওয়ারও কোন ব্যবস্থা নেই কোচ কিকে সেতিয়েনের সামনে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার সাথে আইনি লড়াইয়ে হার, নেইমারের জরিমানা

বার্সেলোনার সাথে আইনি লড়াইয়ে হার, নেইমারের জরিমানা

মেসির বার্সেলোনা ছাড়া গুঞ্জনে পানি ঢাললেন বার্তোমেউ

মেসির বার্সেলোনা ছাড়া গুঞ্জনে পানি ঢাললেন বার্তোমেউ

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি