নিজেদের স্বার্থে বিশ্ব ক্রিকেটের ক্ষতি করছে ভারত : পিসিবি বস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৫ জুলাই ২০২০
নিজেদের স্বার্থে বিশ্ব ক্রিকেটের ক্ষতি করছে ভারত : পিসিবি বস

২০১২ সালের পর থেকে কোন দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না চিরপ্রতিদ্বন্দি দুই দেশ ভারত-পাকিস্তান। তবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

সর্বশেষ ২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এর আগে সর্বশেষ ইন্দো-পাক টেস্ট সিরিজ হয়েছিল ২০০৭ সালে। তবে এ দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচেই সবচেয়ে বেশি আগ্রহ ক্রিকেট মহলের। ভারত-পাকিস্তান সিরিজ না খেলায় বঞ্চিত হচ্ছে ক্রিকেটপ্রেমিরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহমান মানি করেন, ভারত-পাকিস্তান লড়াই থেকে বঞ্চিত হচ্ছে সকলে। দু-দেশের মধ্যকার সিরিজ অনুষ্ঠিত হলে আন্তর্জাতিক ক্রিকেটই লাভবান হবে।

২০০৮ সালের মুম্বাইয়ের হোটেল তাজ-এ জঙ্গী হামলার পর থেকে রাজনৈতিক কারণে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। পাকিস্তানের আগ্রহ থাকলেও দ্বিপাক্ষীক সিরিজে কোন আগ্রহ নেই ভারতের। তবে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট হলে ভারত-পাকিস্তান ম্যাচ খেলছে।

ভারত-পাকিস্তান সিরিজ না হওয়াটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্ষতি বলে মনে করেন মানি। আর এ জন্য তিনি ভারতকেই দায়ী করেছেন। ভারতের কারণে বিশ্ব ক্রিকেটের বৃহৎ স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য তার।

ভারতের নাম উল্লেখ না করে মানি বলেন, ‘একটি দেশ তাদের নিজেদের স্বার্থ হাসিলে বিশ্ব ক্রিকেটের বৃহৎ স্বার্থ ক্ষুণ্ন করছে। ক্রিকেটের বিশ্বায়নের দায়িত্বটা আমাদের সবার ওপরেই রয়েছে। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। এখানে নিজেদের স্বার্থ দেখা কোনভাবেই উচিৎ নয়। আমাদেরই উচিত এমন গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করা।’

ভারত-পাকিস্তান সিরিজ হলে তা আন্তর্জাতিক ক্রিকেটের লাভবান হবে বলে জানান মানি। বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ বিশ্বে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করে। অথচ ভারত সরকারের কারণে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া দুই চিরপ্রতিন্দ্বন্দির খেলা এখন বন্ধ।’

তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তানের লড়াই হলে আন্তর্জাতিক ক্রিকেটই সবচেয়ে বেশি লাভবান হতো। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনায় ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি রাখতেই পারি না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারতীয় ক্রিকেটাররা : আফ্রিদি

পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারতীয় ক্রিকেটাররা : আফ্রিদি

স্থগিত হলো এশিয়া কাপ

স্থগিত হলো এশিয়া কাপ

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ