স্থগিত হলো এশিয়া কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ এএম, ১০ জুলাই ২০২০
স্থগিত হলো এশিয়া কাপ

চলতি বছর পাকিস্তানের অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে অবশেষে সিদ্ধান্ত দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চলতি বছর আর এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে না।

বৃহস্পতিবার (৯ জুলাই) এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সফরে ভারত আপিত্ত থাকায় অন্য কোথাও আয়োজনের পরিকল্পা চলছিল। সে পর্যন্ত সেটিও হলো না। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে এশিয়ার এ টুর্নামেন্টি স্থগিতই করা হলো।

এসিসি জানায়, করোনার মাঝে বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টাইনের শর্ত, স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপদ দূরত্বের শর্ত এশিয়া কাপ আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ক্রিকেটার, কোচিং স্টাফ, অংশীদার ও সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে স্থগিত হওয়া এশিয়া কাপ ২০২১ সালে জুন মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে এসিসি। সেটি শ্রীলঙ্কা আয়োজন করবে। এছাড়া চলতি বছরের এশিয়া কাপ আয়োজন করতে না পারায় ২০২২ সালের স্বাগতিক হবে পাকিস্তান।

চলতি বছরের এশিয়া কাপ নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। পাকিস্তান স্বাগতিক হওয়ার ভারতীয় ক্রিকেট দলের সফরে ডযত আপত্তি। সেই আপত্তির ফলে পাকিস্তান নিজ দেশে থেকে সরে গিয়ে সংযুক্ত আরব আমিরা বা শ্রীলঙ্কার আথে অদল-বদলেও রাজি ছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় বিসিবি

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাতে নারাজ পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাতে নারাজ পিসিবি