করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ এএম, ০৮ জুলাই ২০২০
করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

করোনাভাইরাসে ছেঁয়ে গেছে পুরো বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও করোনার সংক্রমণ চোখে পড়ার মতো। ইতোমধ্যে ৭ লাখ ছাড়িয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে এলো ভারত। তাই সহসায় ভারতে ক্রিকেট ফেরার কথা চিন্তা করা যাচ্ছে না।

করোনার এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে পৃথিবীর তা এখনও অজানা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, করোনা সহসায় যাচ্ছে না বরং করোনারকে সহ্য করে নিয়ে চলতে হবে।

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সাথে অনলাইন আড্ডায় সৌরভ বলেন, ‘আমার মনে হয়, সামনের ২-৩ মাস আরও কঠিন হবে। এটি আমাদের সহ্য করে নিতে হবে। চলতি বছরের শেষ নাগাদ কিংবা সামনের বছরের শুরুর দিকে হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো।’

করোনাভাইরাসের টিকা আবিষ্কারে চেষ্টা চললেও এখন পর্যন্ত তা আবিষ্কার করা সম্ভব হয়ে উঠেনি। সৌরভ মনে করছে, ক্রিকেট শুরু হলেও টিকা বের না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘টিকা না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর টিকা বের হওয়ার আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই জানি কি হচ্ছে। আমরা কেউই অসুস্থ হতে চাই না। টিকা বের হলে অন্যান্য সব অসুখের মতোই হয়ে যাবে আর তখন সবকিছু ঠিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এটি ব্যাটিংয়ের কৌশলের মতোই, সব পিচে একই রকম থাকলে চলো না। মন্থর উইকেটে একরকম, টার্নিং উইকেটে আরেকরকম আর নিষ্প্রাণ উইকেটে অন্যরকম করে খেলতে হয়।’

ভারতে এখন পর্যন্ত ৭ লাখ ২১ হাজার ৩১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গিয়েছে ২০ হাজার ১৮৪ জন। এদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৪ লাখ ৪০ হাজার ২২৯ জন। পুরো পৃথিবীতে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে এগারো লাখ আর মারা গিয়েছে ৬ লাখেরও বেশি মানুষ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা মুক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটার

করোনা মুক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটার

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

হেডিংলি টেস্ট জয় সিমন্সের মনে আশা জাগাচ্ছে

হেডিংলি টেস্ট জয় সিমন্সের মনে আশা জাগাচ্ছে

কোহলির বিরুদ্ধে বোর্ডে অভিযোগ, প্রমাণিত হলে শাস্তি

কোহলির বিরুদ্ধে বোর্ডে অভিযোগ, প্রমাণিত হলে শাস্তি