সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের লড়াইটা বেশ জমে উঠেছে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডার। এরপর তাকে পেছনে ফেলে শীর্ষে উঠেন সাকিব। মাঝে আবারও সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ম্যাক্সওয়েল। তবে সাকিবকে খুব বেশি দিন পেছনে রাখা যায়নি। আবারও শীর্ষে উঠেন সাকিব।

এদিকে সর্বশেষ তৃতীয়বারের মত টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেললে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। হাতের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারাই হয়তো এ দুঃসংবাদ আসলো সাকিবের।

অন্যদিকে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে ট্রান্স তাসমান ত্রিদেশীয় সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল ২৩৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৩ উইকেট। ফলে সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৯৬। সাকিবের ৩২৬। ২৯২ পয়েন্ট নিয়ে তৃতীয় রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

ওয়ানডের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠেছেন আফগানিস্তানের বিস্ময়কর লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন তিনি। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতেও সেরা বোলার রশিদ

টি-টোয়েন্টিতেও সেরা বোলার রশিদ

টানা দ্বিতীয় টেস্টের রাজদণ্ড পেল ভারত

টানা দ্বিতীয় টেস্টের রাজদণ্ড পেল ভারত

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

টেইলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের শুভ সূচনা

টেইলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের শুভ সূচনা