ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৭ জুলাই ২০২০
ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, দল ঘোষণা

ফাইল ফটো

করোনা পরবর্তী ইংল্যান্ডের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সফররত ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের পর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সফর উপলক্ষে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর আগেই প্রাথমিক দল ঘোষণার কারণ হিসেবে বলা হচ্ছে খেলোয়াড়দের প্রস্তুতি।

সব কিছু ঠিক থাকলে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থগিত ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটিই হবে প্রথম সিরিজ। এর আগে করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে গত জুনে চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।

ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে ট্রাভিস হেড ও উসমান খাজাকে বড় চমক হিসেবে রাখা হয়েছে। অ্যাশেজের পর খাজাকে আর দলে ডাকা হয়নি। অন্যদিকে হেড সর্বশেষ ২০১৮ সালে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। এছাড়া অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

এছাড়া জশ ফিলিপে, ড্যানিয়েল সিমস ও রিলি মেরেডিথের মতো তরুণেরা রয়েছে অভিষেকের অপেক্ষায়। তবে ২৬ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি পিটার হ্যান্ডসকম্ব, নাথান কোল্টার-নাইল ও শন মার্শের।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

ইংল্যান্ডের প্রাথমিক দল
স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, অ্যালেক্স ক্যারি, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, অ্যাশটন আগার, শন অ্যাবট, ডি'আর্সি শর্ট, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, বেন ম্যাকডারমট, রিলি মেরেডিথ, মাইকেল নেসের, জশ ফিলিপে ও ড্যানিয়েল স্যামস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সোফায় বসে কাঁদতেন পেইন, দ্বারস্থ হয়েছিলেন মনোবিদের

সোফায় বসে কাঁদতেন পেইন, দ্বারস্থ হয়েছিলেন মনোবিদের

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ

অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ স্থগিত

অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ স্থগিত