তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডি ভিলিয়ার্সের ঈগলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৯ জুলাই ২০২০
তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডি ভিলিয়ার্সের ঈগলস

তিন দল নিয়ে এক ম্যাচের সলিডারিটি টুর্নামেন্ট আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। করোনা পরবর্তী এ টুর্নামেন্টে গোল্ড অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে এবি ডি ভিলিয়ার্সের ঈগলস। সিলভার (দ্বিতীয়) কাইটস ও ব্রোঞ্জ (তৃতীয়) হয়েছে কিংফিশারস।

তিন দলের এই ম্যাচকে দুইটি অর্ধে ভাগ করা হয়। যেখানে প্রতি অর্ধে ৬ ওভার করে ব্যাট করার সুযোগ পায় প্রত্যেকটি দল। প্রথমার্ধে সবার আগে ব্যাট করার সুযোগ পায় কিংফিশারস। আর তাদের বিপক্ষে বল করে এবি ডি ভিলিয়ার্সের ঈগলস। মালানের ১৬ বলে ৩১ রানের সুবাদে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে কিংফিশারস।

কিংফিশারসের ব্যাটিং শেষে ব্যাট করতে নামে ঈগলসের দুই ওপেনার অ্যাইডেন মার্কাম ও ভ্যান ডার ডুসেন। মার্কামের অপরাজিত ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান করে ঈগলস। প্রথমার্ধে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে কাইটস।

দ্বিতীয়ার্ধে সবার আগে ব্যাট করার সুযোগ হয় প্রথমার্ধে সবচেয়ে বেশি রান করা ঈগলসের। মার্কামের ৭০ রান ও এবি ডি ভিলিয়ার্সের ২৪ বলে ৬১ রানের সুবাদে নির্ধারিত ১২ ওভারে ১৬০ রান তোলে ঈগলস। ১৬১ রানের লক্ষে খেলতো নামা কাইটস ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৫০ রান করেন প্রিটোরিয়াস।

একই লক্ষ্য নিয়ে নিজেদের শেষ ৬ ওভারে ব্যাট করতে নামে কিংফিশারস। তবে সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি কিংফিশারসও। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে তারা। তাতে করে রানের বিচারে গোল্ড অর্থাৎ চ্যাম্পিয়ন ঈগলস, সিলভার বা রানার্স আপ কাইটস ও ব্রোঞ্জ অর্থাৎ তৃতীয় স্থান কিংফিশারস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং