আর্চারের কাছ থেকে শিক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৩ জুলাই ২০২০
আর্চারের কাছ থেকে শিক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভেঙে পরিবারের সাথে দেখা করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর তিন ঘণ্টা আগে ডান’হাতি পেসার জোফরা আর্চারকে দল থেকে বাদ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে হোটেলে পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন আর্চার।

তবে পরবর্তীতে দু’বার করোনা পরীক্ষা করে নেগেটিভ হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলার অনুমতি পেয়েছেন আর্চার। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাকে অস্ট্রেলিয়া। ওই সফরে সকল স্বাস্থ্য বিধি ও সুরক্ষা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করবে অজিরা। কোনভাবেই এ পরিস্থিতিতে নিয়ম ভাঙতে রাজি নয় পুরো দল, এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

ক্রিকেটের স্বার্থে, নিজের ও অন্যদের সুরক্ষার জন্য সব ধরনের নিয়ম মানতে প্রস্তুত পুরো দল। হ্যাজেলউড বলেন, ‘আর্চারের ঘটনা আমরা সকলেই জানি। নিজেদের মধ্যে এ নিয়ে কথাও বলেছি। আমাদের কাছে, আর্চার বড় একটি উদাহরণ। ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের কড়া বিধি-নিষেধগুলো মেনে চলতে হবে। আর্চারের সেই ভুল থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব। আমরা এমন কোন ভুল করবো না, যাতে আমি বা অন্য কেউ বড় ধরনের সমস্যায় না পড়ে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মনের অজান্তে বলে থুথু লাগিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার ডম সিবলি। সাথে-সাথে ইংল্যান্ডের খেলোয়াড়রা আম্পায়ারকে বিষয়টা জানান। এরপর বলটি স্যানিটাইজ করেন অন-ফিল্ড আম্পায়ার। ওই বিষয়টিও নজরে পড়েছে হ্যাজেলউড ও দলের অন্যান্যদের।

হ্যাজেলউড বলেন, ‘পুরনো এই অভ্যাস সহজেই চলে যাওয়ার মত নয়। তবে এ ব্যাপারে তার দলের খেলোয়াড়রা সর্তক থাকবে। বর্তমান পরিস্থিতিতে বলে থুথু ব্যবহার বিপদজনক। তবে এটি একটি সহজাত অভ্যাস। পাঁচ বছর বয়স থেকে এটি করে আসছি আমরা। তাই অভ্যাসটি দূর করতে কিছুটা সময় লাগবে। অনুশীলনেও আমরা সর্তকতার সাথে সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি। তবে এটি কঠিন কাজ। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন পার্কিনসন

আয়ারল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন পার্কিনসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীপালি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীপালি

কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের, করতে পারবে অনুশীলন

কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের, করতে পারবে অনুশীলন

বিশ্বকাপের বিক্রিত টিকিটের সমস্যা সমাধান করলো আইসিসি

বিশ্বকাপের বিক্রিত টিকিটের সমস্যা সমাধান করলো আইসিসি