অনুর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ এএম, ৩০ জুলাই ২০২০
অনুর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ১৬ আগস্ট থেকে বিকেএসপিতে ইয়ং টাইগার্সের নতুন ব্যাচকে এই কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের জন্য প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে ৪৫ জন খেলোয়াড়কে।

ন্যাশনাল গেম ডভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার জানান, সেখান থেকে পরে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে। চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী যুব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এবার ব্যাপক প্রস্তুতি নিয়ে দল পাঠানোর উপর জোর দিচ্ছে বিসিবি। অনুর্ধ্ব-১৯ দলের নতুন এই দলটির জন্য সঠিক অনুশীলন সূচি প্রণয়ন করতে চায় তারা।

কোভিড-১৯ এর মাহামারিতে পড়ে ইতোমধ্যে কয়েকটি মাস চলে গেছে তাদের। কাওসার বলেন জানান, এখন তাদের লক্ষ্য ওই ঘাটতিটুকু পুষিয়ে আনা। তিনি গণমাধ্যমে বলেন, ‘আমরা ইতোমধ্যে ৪৫ জনকে ক্যাম্পের জন্য নির্বাচন করেছি। পরে ওই সংখ্যা ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে।’

বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘ওয়ানডে ও চারদিনের ম্যাচের দল গঠনের লক্ষ্যে এবার চূড়ান্ত তালিকায়ও খেলোয়াড় সংখ্যা বেশি রাখা হবে। বিকেএসপিতেই আমরা এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছি। সেখানে যদি সম্ভব না হয়, তাহলে আমরা অন্য ভেন্যুর কথা চিন্তা করবো। আপনারা জানেন যে বিকেএসপির সুযোগ সুবিধাগুলো খেলোয়াড়দের জন্য একেবারেই নিখাদ। আর এই মহামারীকালে আবাসিক অনুশীলন ক্যাম্প পরিচালনার জন্য সেটিই হচ্ছে সেরা স্থান। এখন দেখা যাক কি হয়।’

প্রশিক্ষণ ক্যাম্প শুরুর আগে ১৬ আগস্ট সব খেলোয়াড়ের স্বাস্থ্য পরীক্ষা করাবে বিসিবি। কাওসার জানান, সফর সূচি বিনিময়ের জন্য তারা অন্য দেশের বোর্ড গুলোর সঙ্গেও যোগাযোগ করতে শুরু করেছে। যাতে দ্রুত সফরসূচি প্রণয়ন করা যায়।

তিনি বলেন, ‘অনুর্ধ্ব-১৯ এর নতুন এই ব্যাচের জন্য আমরা কিছু সফর সূচি আদান-প্রদানের পরিকল্পনা করেছি। বিশ্বকাপের আগে দলটি কি পরিমাণ ম্যাচ খেলবে সেটি নিয়েও আরেকটি পরিরকল্পনা ছিল। কিন্তু মহামারীর কারণে এসব পরিকল্পনা বাতিল হয়ে গেছে। তবে এ ক্ষেত্রে কিছুই করার নেই। এখন আমরা ওই সব সফর পুন:নির্ধারনের চেষ্টা করছি। এই জন্য বিভিন্ন বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আশা করি আগামী কিছুদিনের মধ্যে এর অগ্রগতি জানা যাবে।’

গত বিশ্বকাপে সবাইকে বিস্মিত করেছে আকবর আলী এন্ড কোম্পানী। শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করেছিল বাংলাদেশের যুবারা। অপরাজিত ৪৩ রানের মহামুল্যবান ইনিংস খেলে সামনে থেকেই ফাইনালে দলকে নেতৃত্ব দিয়ে গেছেন আকবর আলী। অসাধারণ এই সফলতার নেপথ্যে ছিল বিশ্বকাপের আগে বেশ কিছুু ম্যাচ খেলা । প্রস্তুতির জন্য দলটি সর্বমোট ৩৬টি ম্যাচে অংশ নিয়েছিল। যে কারণে তাদের উত্তরসুরীদেরও সেই পথে এগিয়ে নিতে চায় বিসিবি।

কাওসার বলেন, ‘নতুন এই দলের জন্য আমরা অন্তত ৩০টি ওয়ানডে ম্যাচের ব্যবস্থা করতে চাই। এবং ৫-৬টি চার দিনের ম্যাচ। সুযোগ হলে এর বেশি ম্যাচে খেলতে চাই আমরা। মহামারীর কারণে ইতোমধ্যে আমরা বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হারিয়েছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৯ দিনের অনুশীলন শেষে ১০ দিনের বিরতি

৯ দিনের অনুশীলন শেষে ১০ দিনের বিরতি

বৃষ্টিতেও হার এড়াতে পারলো না উইন্ডিজ, ইংল্যান্ডের সিরিজ জয়

বৃষ্টিতেও হার এড়াতে পারলো না উইন্ডিজ, ইংল্যান্ডের সিরিজ জয়

আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আথারটন

আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আথারটন

আফগান ক্রিকেটের প্রধান নির্বাহী বরখাস্ত

আফগান ক্রিকেটের প্রধান নির্বাহী বরখাস্ত