আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আথারটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৯ জুলাই ২০২০
আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আথারটন

চলতি মাসের ৩০ তারিখ থেকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ। ২০২৩ বিশ্বকাপের টিকিট পেতেই সুপার লিগ খেলতে হবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ১২টি দেশকে। তবে এই সুপার লিগ পদ্ধতিটা মোটেও পছন্দ হয়নি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের।

বিশ্বকাপ সুপার লিগের নিয়ম নিয়ে আথারটনের বলেন, ‘যেকোনো কিছু ঘটার পেছনে যুক্তি থাকে। এখন যেটা হতে যাচ্ছে এটা ভীষণ জটিল। যেটির মাধ্যমে আপনি দু’টো ব্যবস্থাকে এক করতে চাইছেন। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। চ্যাম্পিয়নস ট্রফিও ছিল। এখন দ্বিপাক্ষীয় সিরিজেও হাত বাড়ানোর চেষ্টা করছেন। ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) মাধ্যমে সব দল যেখানে একে অপরের বিপক্ষে খেলে। এখন দু’টির মিশ্রণ ঘটানো সত্যিই অনেক কঠিন। আমার কাছে মনে হচ্ছে, পুরো বিষয়টাই জটিল।’

২০২৩ বিশ্বকাপে খেলতে হলে সুপার লিগ থেকে টিকিট পেতে হবে দলগুলোকে। তিন বছরে সুপার লিগে খেলবে মোট ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী নেদারল্যান্ডস। স্বাগতিক ভারত সরাসরিই খেলবে বিশ্বকাপে।

প্রতিটি দল আটটি করে সিরিজ খেলবে। চারটি নিজেদের মাঠে আর চারটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। লিগের শীর্ষ সাত দল জায়গা করে নিবে চূড়ান্ত পর্বে। সরাসরি বিশ্বকাপে উঠতে না-পারা পাঁচ দল ও সহযোগী পাঁচ সদস্য দল খেলবে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে। সেখান থেকে মূল টুর্নামেন্টে সুযোগ পাবে দুই দল। এরপর মোট ১০ দলের অংশগ্রহণে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

সুপার লিগ নিয়ে আথারটন আরও বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বোঝানোর চেষ্টা করেন। আমরা খেলাটার সঙ্গে এত দিন জড়িয়ে থাকার পরও ভালোভাবে বুঝতে পারছি না। আমার কাছে পুরো বিষয়টাই জটিল লাগছে।’

আরেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস আছেন আইসিসি ক্রিকেট কমিটিতে। তার কাছেও বিষয়টা কঠিন মনে হচ্ছে। তিনি বলেন, ‘এটা আমার কাছেও কঠিন মনে হচ্ছে। তবে সহজ কিছু বের করাও সহজ নয়। আমরা সবাই বলতে শুরু করেছিলাম, দ্বিপাক্ষিক সিরিজ অর্থহীন। আইসিসি তখন চেষ্টা করে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এলো। তখন সবাই পড়ল এটির পয়েন্ট পদ্ধতি নিয়ে। পয়েন্ট পদ্ধতি খুব জটিল। এখন সুপার লিগ নিয়ে আসা হলো, এটা নিয়েও দাঁড়লো অনেক প্রশ্ন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, দিনক্ষণ চূড়ান্ত

মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, দিনক্ষণ চূড়ান্ত

সবার আগে মরুর দেশে যাবে ধোনির চেন্নাই

সবার আগে মরুর দেশে যাবে ধোনির চেন্নাই

পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, দলে ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, দলে ওয়াহাব রিয়াজ

স্টোকসের সাথে ভারতের কারও তুলনা করা যাবে না : গম্ভীর

স্টোকসের সাথে ভারতের কারও তুলনা করা যাবে না : গম্ভীর