ইউনিসের কোচিং যোগ্যতা নিয়ে শোয়েবের প্রশ্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ এএম, ০৪ আগস্ট ২০২০
ইউনিসের কোচিং যোগ্যতা নিয়ে শোয়েবের প্রশ্ন

ইংল্যান্ড সফরকে সামনে রেখে চলতি বছরের ৯ জুন পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয় ইউনিস খানকে। কিন্তু ইউনিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক স্পিড-স্টার শোয়েব আখতার। তার মতে, পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার কোন যোগ্যতা নেই ইউনিসের। বরং, ইউনিসের চেয়ে মোহাম্মদ ইউসুফ অনেক ভালো।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব বলেন, ‘ইউনিস খানকে পাকিস্তান দলের ব্যাটিং কোচ করাটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত। তার ব্যাটিং কোচ হওয়ার কোন যোগ্যতা নেই। তার যে যোগ্যতা আছে, তাতে সে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হতে পারে।’

ইউনিসের পরিবর্তে ইউসুফ হলে ভালো হতো বলে জানান শোয়েব। ইউসুফের অভিজ্ঞতা পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানদের অনেক উপকৃত করতো বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমার মনে হয় ইউসুফ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। খেলোয়াড়ি জীবনেও দারুণ এক ব্যাটসম্যান ছিলেন ইউসুফ। তার হাত ধরে পাকিস্তান অনেক জয় পেয়েছে। তার অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য দারুণ উপকারী হতো।’

পাকিস্তানের হয়ে ৯০ টেস্টে ৭৫৩০, ২৮৮ ওয়ানডেতে ৯৭২০ ও ৩টি টি-টোয়েন্টিতে ৫০ রান করেছেন ইউসুফ। টেস্টে ২৪টি ও ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরি রয়েছে তার। আর ইউনিস ১১৮ টেস্টে ১০০৯৯, ২৬৫ ওয়ানডেতে ৭২৪৯ ও ২৫টি টি-টোয়েন্টিতে ৪৪২ রান করেছেন ইউনিস। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি রয়েছে তার। ২০০৯ সালে ইউনিসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল পাকিস্তান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১০ মাস ধরে বেতন পাচ্ছেন না কোহলিরা

১০ মাস ধরে বেতন পাচ্ছেন না কোহলিরা

শ্রীলঙ্কা সফরে যোগ হতে পারে টি-টোয়েন্টিও

শ্রীলঙ্কা সফরে যোগ হতে পারে টি-টোয়েন্টিও

আইপিএলের জন্য পিছিয়ে যাচ্ছে প্রোটিয়াদের দ্বিপাক্ষিক সিরিজ

আইপিএলের জন্য পিছিয়ে যাচ্ছে প্রোটিয়াদের দ্বিপাক্ষিক সিরিজ

দক্ষিণ আফ্রিকার দু’টি সফর স্থগিত

দক্ষিণ আফ্রিকার দু’টি সফর স্থগিত