ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বোলারের পা দেখবেন থার্ড আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ এএম, ০৬ আগস্ট ২০২০
ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বোলারের পা দেখবেন থার্ড আম্পায়ার

ইতোমধ্যে শুরু হওয়া ইংল্যান্ড ও পাকিস্তান টেস্ট সিরিজে দিয়েই বোলারাদের সামনের পায়ের ‘নো বল’ ধরার প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতদিন সাধারণত অন-ফিল্ড আম্পায়াররাই পায়ের নো-বল দিতেন ।

মঙ্গলবার (৫ আগস্ট) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা জানায়, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে দুই দলের সম্মতিতে সামনের পায়ের ‘নো বল’ এর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে। এই তিন টেস্টে প্রযুক্তিটির পারফরম্যান্স পর্যালোচনা করে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে এটির ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বলের পর বোলারের সামনের পায়ের অবস্থান দেখে মাঠের আম্পারের সঙ্গে কথা বলবেন থার্ড আম্পায়ার। এক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের নির্দেশনা ছাড়া পায়ের ‘নো বল’ ডাকতে পারবেন না মাঠের আম্পায়াররা। বাকি সব নো বলের সিদ্ধান্ত মাঠ থেকে নিতে পারবেন অন-ফিল্ড আম্পায়াররা।

মঙ্গলবার (৫ আগস্ট) শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজেও সফলভাবে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। ২০১৬ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে প্রথমবার পরীক্ষামূলকভাবে পায়ের ‘নো বলের’ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল থার্ড আম্পায়ারকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পেসারদের নিয়ে অম্লমধুর সমস্যায় রুট

পেসারদের নিয়ে অম্লমধুর সমস্যায় রুট

ফিকার অভিযোগ : বিসিবির চোখে ‘বিচ্ছিন্ন ঘটনা’

ফিকার অভিযোগ : বিসিবির চোখে ‘বিচ্ছিন্ন ঘটনা’

তামিম-মুশফিকদের ক্লাস নিবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ

তামিম-মুশফিকদের ক্লাস নিবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ

ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর স্থগিত, নেপথ্যে আইপিএল

ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর স্থগিত, নেপথ্যে আইপিএল