শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ এএম, ১৩ আগস্ট ২০২০
শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

করোনা পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফেরার পাশাপাশি ফিরতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে সাকিবের ফেরার ক্ষেত্রে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ভাবনায় সাকিবের ফিটনেস।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর।

বাংলাদেশ দল ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় গেলে ম্যাচ শুরু হতে পারে অক্টোবরের শেষ দিকে। যে কারণে টেস্ট সিরিজে সাকিবের ফেরার সুযোগটা ক্ষীণ। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে পারেন সাকিব। তবে সাকিবের ফেরার ক্ষেত্রে ফিটনেস বড় ইস্যু হচ্ছে ডোমিঙ্গোর কাছে।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি সাকিব এক বছর বাইরে থাকা আর ৬-৭ মাস খেলার বাহিরে থাকা আমাদের অন্য খেলায়াড়দের সাথে খুব একটা পার্থক্য নেই। আশা করছি সব খেলোয়াড় ফিট আছে। স্পষ্টতই, ফিটনেস প্রমাণে নির্দিষ্ট একটা মানদন্ড আছে। সাকিব ও অন্যান্য খেলোয়াড়দের জন্য আমাদের বেশ কিছু ম্যাচ আয়োজন করতে হবে। কোনও ধরণের ক্রিকেট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কঠিন। আমি মনে করি তাদের ম্যাচ খেলার জন্য কিছু সুযোগ তৈরি করতে হবে। সে বিশ্বমানের ক্রিকেটার। আমি নিশ্চিত, সে খুব তাড়াতাড়িই ক্রিকেটে ফিরে আসবে। তবে, ফিটনেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সাকিবের ফেরার ব্যাপারে নির্বাচকদের সাথে তিনি আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে নির্বাচকদের সাথে আলোচনা করতে হবে। ২৯ অক্টোবরের আগে সাকিব অফিসিয়াল কোন ম্যাচে খেলতে পারবে না। তবে তার আনঅফিসিয়াল ম্যাচে অংশ নেওয়ার ‍সুযোগ আছে। সেটি আন্তঃস্কোয়াড ম্যাচও হতে পারে। তবে তাকে খেলোনার আগে বিষয়টি নিয়ে পরিস্কার হতে হবে।’

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন সাকিব। গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের মাটিতে অনুশীলন করবেন সাকিবের। তবে ইংল্যান্ড নয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুশীলন করবেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে আপিল করবে পিসিবি

আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে আপিল করবে পিসিবি

১০ শর্তে খেলা শুরুর অনুমতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

১০ শর্তে খেলা শুরুর অনুমতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

মাঠে ফিরে তৃপ্ত জাহানারা আলম

মাঠে ফিরে তৃপ্ত জাহানারা আলম