শাস্তি দেওয়ায় বাবাকে বড়দিনের উপহার দিবেন না ব্রড!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ১৪ আগস্ট ২০২০
শাস্তি দেওয়ায় বাবাকে বড়দিনের উপহার দিবেন না ব্রড!

সদ্য শেষ হওয়া ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানের বিপক্ষে ‘অশালীন ভাষা’ ব্যবহার করায় ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে জরিমানা করেছেন ওই ম্যাচের রেফারি ও তার বাবা ক্রিস ব্রড।

ম্যাচের চতুর্থ দিন সকালে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারে ইয়াসির শাহকে আউট করে অশ্লীল ভাষা ব্যবহার করেন স্টুয়ার্ট। যা আইসিসির আরচরণ বিধি লঙ্ঘন। আইসিসি আচরণ বিধির ২.৫ ধারা ভঙ্গ করায় স্টুয়ার্টকে শাস্তি দেন ক্রিস। শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ব্রডকে। সাথে একটি ডেমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে।

ক্রিকেট ইতিহাসে এই প্রথম ম্যাচ রেফারি বাবার কাছে শাস্তি পেল ক্রিকেটার ছেলে। তবে শাস্তি পেয়ে বাবাকে উদ্দেশ্য করে মজার বার্তা দিয়েছেন ব্রড। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্ইুটারে ব্রড বলেন, ‘এবারের ক্রিসমাসে গিফট ও কার্ডের তালিকা থেকে বাবার নাম কেটে দিলাম।’

ক্রিকেটার হিসেবেও আশি-নব্বয়ের দশকে দেশের হয়ে খেলেছেন ক্রিস। ২৫ টেস্টে ৬টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৬৬১ রান ও ৩৪ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৬১ রান করেন তিনি। প্রথম শ্রেণিতে ৩৪০ ও লিস্ট ‘এ’তে ৩৪টি ম্যাচ খেলেছেন ৬২ বছর বয়সী ক্রিস। ক্রিকেট ছেড়ে আইসিসির এলিট প্যানেলের সদস্য হন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাবার হাতে জরিমানা গুনতে হলো স্টুয়ার্ট ব্রডকে

বাবার হাতে জরিমানা গুনতে হলো স্টুয়ার্ট ব্রডকে

শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

শুরুর আগেই পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগ

শুরুর আগেই পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগ

আইপিএল আয়োজনে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতি

আইপিএল আয়োজনে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতি