বাবার হাতে জরিমানা গুনতে হলো স্টুয়ার্ট ব্রডকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ১৩ আগস্ট ২০২০
বাবার হাতে জরিমানা গুনতে হলো স্টুয়ার্ট ব্রডকে

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ করার দায়ে শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের ডান’হাতি পেসার স্টুয়ার্ট ব্রড। যার জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। শুধু ম্যাচ ফি’ই নয় নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারের ঘটনা এটি। ইয়াসিরের বিপক্ষে বল করার সময় বেশ আগ্রাসী ছিলেন ব্রড। ইয়াসিরকে ফেরানোর পর সামনে গিয়ে বাজে অঙ্গভঙ্গি করার পাশাপাশি ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করেন ব্রড। যার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে এই তারকাকে।

তবে মজার ঘটনা হলো ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বাবার হাতে শাস্তি পেলেন ব্রড। ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করায় এই পেসারকে তার বাবা ক্রিস ব্রড করেছেন জরিমানা। ম্যানচেস্টার টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। ছেলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা ভাঙায় তিনি শাস্তি দিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আচরণবিধির ২.৫ ধারা ভাঙেন ব্রড। এ কারণে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আর এই জরিমানা করেছেন ম্যাচের এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড। সঙ্গে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও।

সব মিলিয়ে তার নামের পাশে আছে তিন ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে তিনধাপে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টগুলো। যার প্রথমটি তিনি পেয়েছিলেন ২০১৮ সালে ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে, পরেরটি এ বছরের জানুয়ারিতে ওয়ান্ডার্সে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার যদি চারটি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ থাকবেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকসের পর সরে দাঁড়ালেন লরেন্স

স্টোকসের পর সরে দাঁড়ালেন লরেন্স

গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে আপিল করবে পিসিবি

আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে আপিল করবে পিসিবি