শেষ টেস্টের জন্য ইংল্যান্ড-পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২১ আগস্ট ২০২০
শেষ টেস্টের জন্য ইংল্যান্ড-পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শুক্রবার (২১ আগস্ট) মাঠে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। তৃতীয় ও শেষ টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি ইসিবি। সেই সাথে নিজেদের ১৬ সদস্যের স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি পিসিবিও। তবে শেষ টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে পাকিস্তান।

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় টেস্ট দাপট দেখিয়েছে বৃষ্টি। তাতে করে পাকিস্তানের প্রথম ইংনিস শেষ হওয়ার পর ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন সময়ে দুই অধিনায়কের সম্মতিতে টেস্ট ড্র ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।

ইংল্যান্ডের ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার, জাক ক্রাওলি, স্যাম কুরান, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড:
আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হতে পারেন সাবেক কিউই কোচ

শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হতে পারেন সাবেক কিউই কোচ

পাকিস্তান সফরে অনুমতির অপেক্ষায় জিম্বাবুয়ে

পাকিস্তান সফরে অনুমতির অপেক্ষায় জিম্বাবুয়ে

কিমো পলের আগুন ঝড়া বোলিংয়ের পর হেটমায়ারের ব্যাটিং তাণ্ডব

কিমো পলের আগুন ঝড়া বোলিংয়ের পর হেটমায়ারের ব্যাটিং তাণ্ডব

ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার