আবারও বাংলাদেশের কোচ হচ্ছেন রিচার্ড পাইবাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ পিএম, ০১ মার্চ ২০১৮
আবারও বাংলাদেশের কোচ হচ্ছেন রিচার্ড পাইবাস

শ্রীলঙ্কা সিরিজের পর বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, খুব দ্রুতই জাতীয় দলের কোচ নিয়োগ করা হবে। বিসিবি প্রেসিডেন্টের সেই ঘোষণা অনুযায়ী কোচ নির্ধারণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাসকেই আবারও নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের একটি বিশ্বস্তসূত্রে এ তথ্য জানা গেছে। এখন খুব শিগগিরই বোর্ডের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগের পর থেকেই কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এর আগেই ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টিুর্নামেন্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের বাজেভাবে হারে বাংলাদেশ ক্রিকেট দল। এর পর থেকেই নতুন কোএচর খোঁজে আরও হন্যে হয়ে ওঠে বিসিবি।

জানা গেছে, বিসিবির পছন্দের তালিকার শীর্ষেই ছিলেন রিচার্ড পাইবাস। এছাড়া তার সঙ্গে ক্যরিবীয় ক্রিকেট কোচ ফিল সিমন্সও আসেন সাক্ষাৎকার দিতে। তবে বোর্ডের কাছে ক্রিকেটাররা পাইবাসের সম্পর্কে আপত্তি জানালে তা আটকে যায়। বিসিবিও হঠাৎ করে কোচ নিয়োগে বিরত থাকে। ত্রিদেশীয় সিরিজ, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দেওয়া হয় কোচের ভূমিকায়। তবে এখন সেই রিচার্ড পাইবাসকেই টাইগারদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি।

পাইবাস এর আগেও বাংলাদেশের কোচ ছিলেন। তবে মাত্র ৫ মাসের জন্য। ২০১২ সালের ৩০ মে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান পাইবাস। ৫ মাস কাজ করার পর চুক্তি ভঙের অভিযোগে তিনি সরে দাঁড়ান।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের সৌন্দর্যে মু্গ্ধ সৌরভ

পাকিস্তানের সৌন্দর্যে মু্গ্ধ সৌরভ

আবারও বাংলাদেশের কোচ হচ্ছেন রিচার্ড পাইবাস

আবারও বাংলাদেশের কোচ হচ্ছেন রিচার্ড পাইবাস

কোয়েটাকে জেতালেন ‘বুড়ো’ পিটারসেন

কোয়েটাকে জেতালেন ‘বুড়ো’ পিটারসেন

দুবাইতে তামিমপুত্রের জন্মদিন

দুবাইতে তামিমপুত্রের জন্মদিন