দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ)। তবে আক্রান্ত ওই দুই খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি সিএসএ।

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে স্কুকুজাতে কালচারাল ক্যাম্প শুরু করেছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। সেখানে ৩২ জন ক্রিকেটারের সাথে দলে সহকারি হিসেবে আছেন ১৮ জন। মোট ৫০ জন কালচারাল ক্যাম্পে আছেন। এই ক্যাম্পের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের মোট ৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।

যাদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে থেকে দুই জনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে সিএসএ। এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুজন ক্রিকেটার করোনা শনাক্ত হয়েছে তাদের কোনও বদলি নেই। আপাতত তারা সেলফ-আইসোলেশনে আছেন। যারা ক্যাম্পে যোগ দিতে পারবে না, তারা প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদী বৈষম্যের কারণেই এই কালচারাল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএ। বর্ণবাদী বন্ধের জন্য ২০১০ সালের পর আবার কালচার ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড। ক্যাম্পে দলীয় পারফরম্যান্স ছাড়াও খেলার পরিবেশ এবং একে অপরের সঙ্গে ভাতৃত্ব সুলভ আচরণের বিষয়ে ওয়ার্কশপ করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

নারিনের অলরাউন্ড নৈপূণ্যে নাইট রাইডার্সের জয়

নারিনের অলরাউন্ড নৈপূণ্যে নাইট রাইডার্সের জয়