ধোনির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করবে বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ পিএম, ২০ আগস্ট ২০২০
ধোনির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করবে বিসিসিআই

ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেটের বাইরে থাকা মহেন্দ্র সিং ধোনি ১৫ আগস্ট (শনিবার) আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসে দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক এভাবে নীরবে বিদায় বলবেন তা কারো জানা ছিল না।

ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, মহেন্দ্র সিং ধোনির এমন বিদায়ের কথা দেশটির ক্রিকেট বোর্ডও কিছুই জানত না। যার ফলে বোর্ডের কোন রকম প্রস্তুতিও ছিল না। তবে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড এখন ধোনির বিদায়টাকে স্মরণীয় করে রাখতে চাচ্ছে। আর জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় বিসিসিআই।

বোর্ডের এক কর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমে জানানো হয়, এ বিষয়ে ধোনির সঙ্গে কথা বলবে বোর্ড। ওই কর্মকর্তার ভাষায়, ‘আমরা (বিসিসিআই) ধোনির সঙ্গে আইপিএলের মাঝে কথা বলবো। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ওর কাছেই জানতে চাইবো, শেষ ম্যাচটা ও (ধোনি) সিরিজ হিসেবে খেলবে, না একটা ম্যাচ। তবে ধোনি চান বা না চান, ওর মতো ক্রিকেটারের জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করতে বোর্ড অবশ্যই বড় প্রস্তুতি নেবে।’

তবে একবার অবসর নেওয়ার পর ধোনি আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন না -এমন চিন্তাও রয়েছে। সে ক্ষেত্রে বিশেষ কোন ম্যাচের আয়োজন করে ধোনিকে সম্মান জানাতে পারে বোর্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চলছে ‘গবেষণা’

ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চলছে ‘গবেষণা’

ধোনির জার্সিতে আর কাউকে দেখতে চান না ভক্তরা

ধোনির জার্সিতে আর কাউকে দেখতে চান না ভক্তরা

ধোনিকে আইসিসির অভিনন্দন

ধোনিকে আইসিসির অভিনন্দন

যে পাঁচটি বিশ্বরেকর্ড ধোনির দখলে

যে পাঁচটি বিশ্বরেকর্ড ধোনির দখলে