৪৪ বছর বয়সেও ক্রিকেট, নতুন চুক্তিতে স্টিভেন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩১ আগস্ট ২০২০
৪৪ বছর বয়সেও ক্রিকেট, নতুন চুক্তিতে স্টিভেন্স

বয়স যেন কেবলই একটি সংখ্যা, নেহাত আর কিছু নয়। তা যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে চলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স। ৪৪ বছর বয়সে কাউন্টি ক্লাব কেন্টের সাথে চুক্তিবদ্ধ হলেন স্টিভেন্স। ২০২১ মৌসুম শেষ হওয়া পর্যন্ত চুক্তিতে একমত হয়েছে উভয়পক্ষ।

এই চুক্তির ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেন তিনি। এডি হেমিংসের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন স্টিভেন্স। ১৯৯৫ সালে ৪৬ বছর বয়সে সাসেক্সের হয়ে খেলেছিলেন হেমিংস।

sportsmail24

সর্বশেষ মৌসুমের শেষ দিকে এসে বব উইলিস ট্রফিতে ২০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন ৪৪ বছর বয়সী স্টিভেন্স। বব উইলিস ট্রফিতে এমন পারফর্ম্যান্সের কারণেই তার সাথে চুক্তি করে কেন্ট।

বয়সটা ৪৪ হলেও এখন পর্যন্ত সুযোগ পাননি ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে। জাতীয় দলে সুযোগ না পেলেও দমে যাননি। ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে এই বয়সেও খেলে যাচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩০৭ ম্যাচে ৩৪টি সেঞ্চুরিতে ১৫৭১০ রান ও ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রত্যাশার চেয়ে অনেক ভালো আছি, নেটে ফিরে কোহলি

প্রত্যাশার চেয়ে অনেক ভালো আছি, নেটে ফিরে কোহলি

ছয়ে নেমে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি

ছয়ে নেমে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি

পোলার্ডের ঝড়ো ইনিংসে ত্রিনবাগোর শ্বাসরুদ্ধকর জয়

পোলার্ডের ঝড়ো ইনিংসে ত্রিনবাগোর শ্বাসরুদ্ধকর জয়

কোচিং স্টাফরা ফিরলে প্রস্তুতির গতি আরও বাড়বে : আল-আমিন

কোচিং স্টাফরা ফিরলে প্রস্তুতির গতি আরও বাড়বে : আল-আমিন