আইপিএলে ফেরার ইঙ্গিত দিলেন রায়না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২০
আইপিএলে ফেরার ইঙ্গিত দিলেন রায়না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক ‍ক্রিকেটার ও চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। রায়না ফিরে আসায় তার ফিরে আসার কারণ নিয়ে চারিদিকে শুরু হয়েছে তুমুল আলোচনা।

তিনি ফিরে আসার পর ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছিলেন আরব আমিরাতে তার জন্য বরাদ্দকৃত হোটেল রুমটি পছন্দ না হওয়ায় আইপিএল ছেড়ে এসেছেন তিনি। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন রায়না নিজেই। তিনি জানিয়েছেন পারিবারিক কারণেই আইপিএল ছেড়েছেন তিনি।

রায়নার ভাষ্যমতে, আইপিএল থেকে ফিরে আসার পর আবারও চেন্নাই সুপার কিংসের অনুশীলন ক্যাম্পে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপকালে রায়না জানিয়েছেন, আপনি জানেন না, আমাকে আবারও হয়তো চেন্নাইয়ের ক্যাম্পে দেখা যেতে পারে। তাতে আশঙ্কা করা হচ্ছে আবারও হয়তো আইপিএলে যোগ দিবেন তিনি।

হোটেল রুম অপছন্দের গুঞ্জনের পাশাপাশি গুঞ্জন ওঠে ধোনির সাথে তার বনিবনা হচ্ছিল না। এ ব্যাপারে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি। সিএসকে (চেন্নাই সুপার কিংস) আমার কাছে পরিবারে মতো এবং মাহি ভাইও (মহেন্দ্র সিং ধোনি) আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার এভাবে চলে আসার পেছনে সিএসকে’র সঙ্গে আমার কোনো ইস্যু নেই। আবারও বলছি, মূলত আমি ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছি। আবার যে টুর্নামেন্টে ফিরে যাব না, এমনটাও আপনি এখন বলতে পারেন না!’

তিনি আরও বলেন, ‘দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকার সময়ও আমি প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। নিজেকে ফিট রাখছি। কে জানে, আবারও হয়তো আমাকে সিএসকে’র ক্যাম্পে দেখা যেতে পারে।’

রায়না ফিরে আসায় তীব্র সমালোচনা করেছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন. শ্রীনিবাসন। সেই প্রসঙ্গে রায়না বলেন, ‘শ্রীনিবাসন আমার কাছে পিতার মতো। তিনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। আমার হৃদয়ের খুব কাছের মানুষ তিনি। আমাকে তিনি তার ছোট ছেলের মতো মনে করেন। তাই তার মন্তব্য নিয়ে আমি খুব চিন্তিত না। একজন বাবা তো তার সন্তানকে বকা দিতেই পারেন!’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

হঠাৎ অসুস্থ মমিনুল, নেই অনুশীলনে

হঠাৎ অসুস্থ মমিনুল, নেই অনুশীলনে

আবারও ‘বাসায় ফিরলো’ বিসিবির কার্যক্রম

আবারও ‘বাসায় ফিরলো’ বিসিবির কার্যক্রম

৬শ’ উইকেটের রেকর্ড অ্যান্ডারসনের একারই থাকবে : সাঙ্গাকারা

৬শ’ উইকেটের রেকর্ড অ্যান্ডারসনের একারই থাকবে : সাঙ্গাকারা