অনুশীলনে ফেরার আগেই টাইগারদের করোনা পরীক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০
অনুশীলনে ফেরার আগেই টাইগারদের করোনা পরীক্ষা

ফাইল ফটো

শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের তিন ধাপে করোনাভাইরাস পরীক্ষা করা হবে। যা প্রথম ধাপ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনজন সাপোর্টিং স্টাফের দেহে করোনা সংক্রমিত হওয়ায় আগেভাগেই এ উদ্যোগ নিয়েছে বোর্ড।

করোনার কারণে হঠাৎ স্থগিত করার পর বুধবার (৯ সেপ্টেম্বর) আবারও শুরু হচ্ছে টাইগারদের ব্যক্তিগত অনুশীলন। এর আগে সোমবার ও মঙ্গলবার কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা নেওয়া হবে। এরপর শ্রীলঙ্কা সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) আবারও টেস্টের জন্য নমুনা জমা দেবেন টাইগার ক্রিকেটাররা। এছাড়া শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তৃতীয়বারের মতো ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান রোববার (৬ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন। এছাড়া হোয়াটস অ্যাপে বিসিবির মিডিয়া গ্রুপের এসব তথ্য জানানো হয়।

আকরাম খান বলেন, ‘আমরা ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করতে যাচ্ছি। সোম ও মঙ্গলবার (৭ ও ৮ সেপ্টেম্বর) পরীক্ষার জন্য প্রথম দফায় ক্রিকেটাররা নমুনা জমা দেবে। এরপর ১৮ ও ২২ সেপ্টেম্বর তারা আবারও নমুনা জমা দেবে।’

চলতি মাসের (সেপ্টেম্বর) ২১ তারিখ থেকে শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন শুরুর কথা রয়েছে বোর্ডের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়দিনের অনুশীলনের পর ২৭ সেপ্টেম্বর (রোববার) শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।

লঙ্কানদের বিপক্ষে ২৪ অক্টোবর (শনিবার) সিরিজের প্রথম টেস্ট শুরুর সম্ভাবনা রয়েছে। সফরের প্রথম দুটি টেস্ট অনুষ্ঠিত হবে কেন্ডিতে এবং তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানী কলম্বোয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

বিকেএসপিতে শুরু সাকিবের ফেরার প্রস্তুতি

বিকেএসপিতে শুরু সাকিবের ফেরার প্রস্তুতি

মোস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বোর্ড

মোস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বোর্ড