বাংলাদেশের বিপক্ষে চলতি বছর খেলার সুযোগ নেই পাকিস্তানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশের বিপক্ষে চলতি বছর খেলার সুযোগ নেই পাকিস্তানের

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল স্বাগতিক পাকিস্তান। আর ফেব্রুয়ারিতে দু’ম্যাচ টেস্ট সিরিজের একটি অনুষ্ঠিত হয়। সফরের একটি করে টেস্ট ও ওয়ানডে বাকি ছিলো। যা এ বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে ম্যাচ দুটি স্থগিত হয়ে যায়।

বাংলাদেশের বিপক্ষে বাকি থাকা টেস্ট ও ওয়ানডে খেলার চিন্তা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ব্যস্ত সূচির কারণে এ বছর ম্যাচগুলো খেলার কোন সুযোগ দেখছে না পিসিবি। অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে আর খেলা হচ্ছে না পাকিস্তানের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক পোর্টাল ও ক্রিকেট পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, সিরিজের বাকি থাকা ম্যাচগুলো চলতি বছর আরও আয়োজন করা সম্ভব নয়। ২০২১-২২ মৌসুমে সিরিজের বাকি ম্যাচ আয়োজনের জন্য দু’বোর্ড একত্রে কাজ করবে।

করোনা পরবর্তী চলতি বছরের নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিয়তা দেবে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত থাকা নক-আউট পর্বের ম্যাচগুলো আয়োজন করবে পিসিবি।

পিএসএল শেষে নভেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড উড়াল দেবে পাকিস্তান। কিউই সফরে দু’টি টেস্ট এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মোদি সরকার থাকলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব : আফ্রিদি

মোদি সরকার থাকলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব : আফ্রিদি

অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ