২৫ দিন ঘাম ঝড়িয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ এএম, ০২ অক্টোবর ২০২০
২৫ দিন ঘাম ঝড়িয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

ছবি : বিসিবি

নিষেধাজ্ঞা মুক্ত হয়ে শ্রীলঙ্কা সফরে মাঠে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। সে লক্ষ্য নিয়েই ঢাকায় ফিরে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় আবারও যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাচ্ছেন সাকিব।

ভারতীয় জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটীয় সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই হিসেবে চলতি বছরের ২৯ অক্টোবর থেকে নিষিধাজ্ঞা মুক্ত হবেন তিনি। যার ফলে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্ট থেকে সাকিবকে দলে দেখা যাওয়ার ঈঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি।

শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের জার্সি গায়ে আবারও মাঠে ফেরার আশায় নিজেকে প্রস্তুত করতে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে দেশে ফিরেন সাকিব আল হাসান। এরপর করোনা পরীক্ষা দিয়ে ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন তিনি।

৫ থেকে ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ গত ২৫ দিন বিকেএসপিতে অনুশীলন করেছেন সাকিব। অনুশীলনে সাকিবের সঙ্গে ছিলেন শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের আপাতত কোনো আন্তর্জাতিক সূচি না থাকায় যুক্তরাষ্ট্রে থাকা স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাচ্ছে সাকিব আল হাসান। আজ দিবাগত ভোর রাত ৩.৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার ‘লঙ্কা প্রিমিয়ার লিগ’-এলপিএলের নিলাম নাম রয়েছে সাকিবের। তবে বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ‘এলপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া সম্ভাবনা নেই।’ তবে নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর সাকিব দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা নেই

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা নেই

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী