লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০

ঘরোয় ক্রিকেটে অংশগ্রহণ নিশ্চিত করতে সাকিব আল হাসানসহ বাংলাদেশের কোন খেলোয়াড়কে লঙ্কা প্রিমিয়র লিগে (এলপিএল) খেলার অনুমতি না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন বিসিবি সভাপতি।

প্রাণঘাতি করোনার সময়ে কোয়ারেন্টাইনের সময় নিয়ে দুই বোর্ডের মধ্যে মতপার্থ্যক্যের কারণে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় ঘরোয়া ক্রিকেট ফেরানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে বাংলাদেশের ক্রিকেটারদের এলপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি-না জানতে চাইলে জবাবে নাজমুল হাসান বলেন, ‘আমি কোন সম্ভাবনা দেখছি না।’ নিলামে নাম থাকা সাকিবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এখানেই তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে।’

আইসিসির নিষেধাজ্ঞা থেকে চলতি বছরের ২৯ অক্টোবর মুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। বিসিবি প্রধান আগে বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরপরই খেলায় ফিরতে পারবেন সাকিব। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও সাকিবের খেলার সম্ভাবনা ছিল। তবে সিরিজটি বাতিল হওয়র পর বাংলাদেশ এখন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ছক কষছে।

বিসিবি প্রধানের ইঙ্গিত অনুযায়ী এলপিএলের পরিবর্তে সাকিবকেও ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। পাপন বলেন, ‘২৯ অক্টোবরের আগে সাকিব খেলতে পারছেন না।’ এলপিএলের জন্য সাকিবকে ছাড়পত্র দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা লিগ শুরু করতে যাচ্ছি। সেটি আমাদের দেশেই।’

এদিকে সাকিবসহ টাইগার ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন এলপিএলের নিলাম তালিকায় রয়েছেন। যদিও লিগটি নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে খোদ শ্রীলঙ্কাও। তার আগে বাংলাদেশের সফরও বাতিল হয়ে গেল। তবে লিগটি অনুষ্ঠিত হলেও বাংলাদেশের কোন খেলোয়াড়ের সেখানে অংশগ্রহণের সম্ভাবনা নেই। বিসিবি সভাপতির ঈঙ্গিতে সেটি এখন নিশ্চিতভাবেই বলা যায়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান

লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান

লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি চূড়ান্ত

লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি চূড়ান্ত