আইসিসিতে গেলেও বিসিসিআইয়ে থাকছেন সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ এএম, ১৮ অক্টোবর ২০২০
আইসিসিতে গেলেও বিসিসিআইয়ে থাকছেন সৌরভ

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে থাকতে চেয়ে আইসিসির সভাপতির দৌড়ে নারাজ ছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে এবার তার সামনে নতুন আরেকটি সুযোগ এসেছে। যেখানে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে থেকেই আইসিসির গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন ভারতের সাবেক এ অধিনায়ক।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে থেকেই ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিতে ডেপুটি চেয়ারম্যান পদে সৌরভকে বসানোর কথা হচ্ছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারপত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ভারতের শশাঙ্ক মনোহরের পর চলতি বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে আইসিসিতে নতুন সভাপতি আসতে যাচ্ছেন। যেখানে সৌরভ গাঙ্গুলির নাম উচ্চারিত হয়েছিল। তবে আইসিসি চেয়ারম্যানের পদ গ্রহণ করতে হলে বোর্ড প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে হতো সৌরভকে। তবে এখনই বিসিসিআই ত্যাগ করতে নারাজ ছিলেন সৌরভ।

আইসিসির সদর দফতরের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, সভাপতির দায়িত্ব নিতে না পারায় সৌরভকে অন্য কোন গুরুত্বপূর্ণ পদে বসাতে চাচ্ছে আইসিসি। যার ফলে সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ ছাড়তে না হয়। সেক্ষেত্রে আইসিসির ডেপুটি চেয়ারম্যান হতে পারেন সৌরভ।

আইসিসির প্রভাবশালী এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলন, ‘সৌরভের মতো কেউ ডেপুটি চেয়ারম্যান হলে আইসিসি প্রশাসনের হাত শক্ত হবে। বিশেষ করে এমন একটা কঠিন পরিস্থিতিতে, যখন সারা বিশ্বেই অনিশ্চয়তা আর উদ্বেগের আবহ। সৌরভ এলে ডেপুটি চেয়ারম্যানের পদটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিসেম্বরে নতুন সভাপতি পাচ্ছে আইসিসি

ডিসেম্বরে নতুন সভাপতি পাচ্ছে আইসিসি

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

সৌরভ আইসিসির দায়িত্ব নিলে একটা পরিবর্তন আসবে : সাঙ্গাকারা

সৌরভ আইসিসির দায়িত্ব নিলে একটা পরিবর্তন আসবে : সাঙ্গাকারা

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ