‘ওভারঅল ভালো ক্রিকেট খেলছে না ঢাকা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ এএম, ০২ ডিসেম্বর ২০২০
‘ওভারঅল ভালো ক্রিকেট খেলছে না ঢাকা’

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারের স্বাদ পেয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে হারের একমাত্র দল ঢাকা। যাদের পয়েন্টের খাতায় শূন্যকে সরিয়ে এখনো কোন সংখ্যা যুক্ত হয়নি। দলের এমন পারফর্ম্যান্সে একক কোন বিভাগের দোষ দেখছেন না টাইগার পেসার রুবেল হোসেন। তার মতে, পুরো দলটাই ওভারঅল ভালো ক্রিকেট খেলছে না।

টুর্নামেন্টের অষ্টম ও নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার (৩০ নভেম্বর) জেমকন খুলনার কাছে ৩৭ রানে হেরে গেছে বেক্সিমকো ঢাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রুবেল দলের মূল্যায়ন সম্পর্কে এমন কথা বলেন।

টাইগার পেসার বলেন, ‌‘আমার কাছে মনে হচ্ছে, আমরা ওভারঅল তেমন একটা ভালো ক্রিকেট খেলতেছি না। প্লাস হচ্ছে, আমাদের হয়তোবা ফিল্ডিং সাইটটা তেমন একটা ভালো হচ্ছে না। প্লাস হচ্ছে, আমাদের ব্যাটিং সাইটটা তেমন একটা ভালো হচ্ছে না। আমার কাছে মনে হয়, আমরা এটা খুব তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারলে হয়তো আমরা ভালো রেজাল্ট করতে পারবো।’
sportsmail24
বেক্সিমকো ঢাকার টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো পার্টনারশীপ হচ্ছে না। দলের ব্যাটসম্যানদের নিয়ে রুবেল হোসেন বলেন, ‘আজকের ম্যাচে যেটা বলতে চাই সেটা হলো, আজকে আমাদের ওপেনাররা ভালো খেলতে পারে নাই। শুরুটা আমাদের খারাপ হইছে, হয়তো এ কারণে ম্যাচটা অন্য দিকে চলে গেছে।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার রাজশাহীর কাছে মাত্র ২ রানে, দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটে হারার পর সোমবার তৃতীয় ম্যাচে জেমকন খুলনার কাছে ৩৭ রানের পরাজয় বরণ করে ঢাকা। প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে পরাজয় হয় ঢাকা। এছাড়া বাকি দুই ম্যাচে তেমন ভালো খেলতে পারেনি তারা।

দলের জয়ের জন্য ম্যাচের শুরুর দিকটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বেক্সিমকো ঢাকার পেসার রুবেল হোসেন। বলেন, ‘আমার কাছে মনে হয় শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা যাদের ভালো হয় আল্টিমেটলি ম্যাচটা তাদের দিকে যাওয়ার চান্সটাও খুব বেশি থাকে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার হ্যাটট্রিক পরাজয়, পয়েন্ট টেবিলে শূন্য

ঢাকার হ্যাটট্রিক পরাজয়, পয়েন্ট টেবিলে শূন্য

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

ঢাকাকে লজ্জায় ডুবিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

ঢাকাকে লজ্জায় ডুবিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

ঢাকাকে হারিয়ে রাজশাহীর শুভ সূচনা

ঢাকাকে হারিয়ে রাজশাহীর শুভ সূচনা