ঢাকার হ্যাটট্রিক পরাজয়, পয়েন্ট টেবিলে শূন্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ০১ ডিসেম্বর ২০২০
ঢাকার হ্যাটট্রিক পরাজয়, পয়েন্ট টেবিলে শূন্য

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হ্যাটট্রিক হারের স্বাদ পেল বেক্সিমকো ঢাকা। টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে টুর্নামেন্টে খেলা নিজেদের তিনটি ম্যাচেই হেরে গেছে দলটি। অর্থাৎ, এখন পর্যন্ত তাদের পয়েন্টের খাতায় শূন্য।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার রাজশাহীর কাছে মাত্র ২ রানে, দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটে হারার পর তৃতীয় ম্যাচে জেমকন খুলনার কাছে ৩৭ রানের পরাজয় বরণ করলো ঢাকা।

সোমবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অষ্টম এবং নিজেদের তৃতীয় ম্যাচে জেমকন খুলনার মুখোমুখি হয়েছিল মুশফিকের ঢাকা। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীয় জেমকন খুলনার এটা ছিল চতুর্থ ম্যাচে। চার ম্যাচে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান টেবিলে তিন নম্বরে।

দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে যাওয়ার পর জাতীয় দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মুশফিক-সাব্বিরদের ব্যাটিং ব্যর্থতায় দল চিন্তিত বা বিচলিত নয়। তাদের আশা, যেকোন সময় সিনিয়রা জ্বলে উঠবেন।

টানা ব্যাটিং ব্যর্থায় সোমবার সাব্বিরকে একাদশে রাখা হয়নি। তবে আজও সেই ব্যাটিং ব্যর্থতা। অধিনায়ক মুশফিকুর রহিম ও ইয়াসির আলী ছাড়া কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান তুলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৫ বলে ৩৭ রান করেন মুশফিক। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২৯ বলে ২১ রান, যা ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ।

দলের এমন ব্যাটিং ব্যর্থতায় পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি ঢাকা। ১৯.২ ওভারে ১০৯ রানের থেমে যায় ঢাকা ইনিংস। ফলে ৩৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টস জিতে প্রথমে বোলিং করা ঢাকা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উিইকেট হারিয়ে ১৪৬ সংগ্রহ করে জেমকন খুলনা। ব্যাট হাতে সর্বোচ্চ ব্যক্তিগত ৪৫ রান (৪৭ বলে) করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ইমরুল কায়েস ২৯ (২৭ বল), আরিফুল হক ১৯ (১১ বল) এবং শেষ দিকে মাত্র ৫ বলে অপরাজিত ১৫ রান করেন শুভাগত হোম।

জেমকন খুলনার সাকিব আল হাসান ব্যাট হাতে আজও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে রুবেল হোসেনের বলে ১১ রান করে আউট হন তিনি। ৯ বলের সাকিবের এ ইনিংসে দুটি চারের মার ছিল।

ম্যাচ সেরা হয়েছে জেমকন খুলনার শুভাগত হোম। ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে ৩.২ ওভারে ১৩ রান দিয়ে ঢাকার ৩টি উইকেট তুলে নিয়েছেন তিনি।

এ ম্যাচ শেষে একমাত্র জেমকন খুলনা ছাড়া বাকি চার দল প্রত্যেকে তিনটি করে ম্যাচ খেলেছে। সেখানে তিনি ম্যাচ তিনটিতেই জয় তুলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় স্থানে থাকা মিনিস্টার রাজশাহীর পয়েন্ট ৪, চার ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে খুলনা, তিন ম্যাচে এক জয়ে চতুর্থ স্থানে বরিশাল এবং তিন ম্যাচে কোন জয় না পাওয়া ঢাকার অবস্থা তলানীতে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

সাইফউদ্দিনকে নিয়ে আশার বাণী রাজশাহীর ফিজিও’র

সাইফউদ্দিনকে নিয়ে আশার বাণী রাজশাহীর ফিজিও’র

চট্টগ্রামের হ্যাটট্রিক জয়ে তামিমদের দ্বিতীয় হার

চট্টগ্রামের হ্যাটট্রিক জয়ে তামিমদের দ্বিতীয় হার

টি-টোয়েন্টির যে রেকর্ডে সাকিবের আগে মাত্র দু’জন

টি-টোয়েন্টির যে রেকর্ডে সাকিবের আগে মাত্র দু’জন