সাকিব-রিয়াদের সাথে খুলনায় খেলবেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৭ ডিসেম্বর ২০২০
সাকিব-রিয়াদের সাথে খুলনায় খেলবেন মাশরাফি

বঙ্গবন্ধ টি-টোয়েন্টি কাপের চলমান আসরে জেমকন খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। রোববার (৬ ডিসেম্বর) বিপ টেস্টে পাস করার পর সন্ধ্যায় লটারির মাধ্যমে মাশরাফিকে দলে নিয়েছে খুলনা।

টুর্নামেন্টে এক মাত্র দল খুলনা, যেখানে ‘এ’ ক্যাটাগরির দুইজন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। এবার তাদের সাথে দলে যুক্ত হলেন মাশরাফি।

রোববার বিকেল ৫টায় বিসিবি কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ফিটনেস টেস্ট দিয়েছিলেন মাশরাফি। এখন সোমবার (৭ ডিসেম্বর) থেকেই সাকিব-মাহমুদউল্লাহদের সাথে খুলনার জার্সিতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম সাবেক অধিনায়ককে।

মাশরাফিকে দলে নিতে টুর্নামেন্টের তিন দল আগ্রহ প্রকাশ করেছিল। খুলনা ছাড়া বাকি দুটি দল হলো- মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং ফরচুন বরিশাল। একাধিক দল আগ্রহ প্রকাশ করায় বিসিবির নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে দল নির্বাচন করা হয়।

লটারির সময় খুলনা, রবিশাল ও রাজশাহীর প্রতিনিধি ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

লটােরিতে শেষে জালাল ইউনুস বলেন, মাশরাফিকে একাধিক দল নিতে চাওয়ায় লটারি করতে হয়েছে। সবার উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে। যাতে লেভেল প্লেয়িং ফিল্ট বজায় থাকে।

মাশরাফিকে পাওয়ার বিষয়ে জেমকন খুলনার ম্যানেজার ইমরান খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাশরাফিকে পেয়ে আমরা খুবই খুশি। কারণ, প্রথম থেকেই মাশরাফি আমাদের সাথে থাকুক, এটা চাচ্ছিলাম। ফাইনালি লটারির মাধ্যমে আমরা তাকে পেয়েছি। আমি নিশ্চিত যে, মাশরাফিকে পেয়ে আমাদের দল, দলের খেলোয়াড় এবং আমাদের ম্যানেজমেন্টের সবাই খুশি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৯ মাস পর মাঠের অনুশীলনে মাশরাফি

৯ মাস পর মাঠের অনুশীলনে মাশরাফি

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার, ছিটকে গেলেন মমিনুল

বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার, ছিটকে গেলেন মমিনুল