ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ এএম, ০৮ অক্টোবর ২০২০
ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারাদেশ। নির্যাতনকারীদের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিবাদ শুরু হয়েছে রাজপথে। ধর্ষণের মতো জঘন্যতম ও বর্বোরচিত ঘটনার প্রতিবাদে এবার যুক্ত হলেন মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ প্রতিবাদ জানান মাশরাফি। তার মতে, ধর্ষণকারী চেহারায় নয়, ধর্ষক কুৎসিত তার মানসিকতায়।

মাশরাফি লিখেন, ‌‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।’

তিনি আরও বলেন, ‘হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

সাকিব তার স্ট্যাটাসে ধর্ষণ ও নারী নির্যাতনের বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সাকিব লিখেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই। ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’

মুশফিকুর রহিমও ধর্ষণ ও নারী নির্যাচন মতো অপরাধের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ বা যেকোনো ধরনের যৌন হয়রানি কখনও সহ্য করা যায় না, সমাজে এর কোন স্থান নেই। জেগে উঠুক বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি লিগ দিয়ে ফিরছেন সাকিব-মাশরাফি

টি-টোয়েন্টি লিগ দিয়ে ফিরছেন সাকিব-মাশরাফি

বিসিবির প্রস্তাবিত টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি

বিসিবির প্রস্তাবিত টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি

মাশরাফির করোনা নিয়ে আবারও বিভ্রান্তিকর তথ্য!

মাশরাফির করোনা নিয়ে আবারও বিভ্রান্তিকর তথ্য!

ফ্লাড লাইটের আলোতে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

ফ্লাড লাইটের আলোতে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ