বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রাইজমানি ৪৮ লাখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রাইজমানি ৪৮ লাখ

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে মোট সাত ক্যাটাগারিতে মোট ৪৮ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইজমানি ঘোষণা করে বিসিবি। ঘোষণা অনুযায়ী, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ টাকা করে। আর রানার আপ দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ৭৫ হাজার টাকা করে।

এছাড়াও টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার খেলোয়াড়দের জন্য থাকছে আরও পুরস্কার।প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য বরাদ্দ রয়েছে ৩ লাখ টাকা। আর প্লেয়ার অব দ্য ফাইনাল পাবেন ১ লাখ টাকা।

টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ২ লাখ টাকা করে। আর ৪ জন প্লেয়ার ১ লাখ করে পাবেন বিশেষ পারফরম্যান্স পুরষ্কার বাবদ।

ইতোমধ্যে প্লে-অফের লড়াই শেষ হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠের মাঝে মুশফিকের অশোভন আচরণ

মাঠের মাঝে মুশফিকের অশোভন আচরণ

টি-টোয়েন্টির যে রেকর্ডে সাকিবের আগে মাত্র দু’জন

টি-টোয়েন্টির যে রেকর্ডে সাকিবের আগে মাত্র দু’জন

ওয়েস্ট ইন্ডিজের সফরে বাদ টি-টোয়েন্টি, টেস্টেও কাঁচি

ওয়েস্ট ইন্ডিজের সফরে বাদ টি-টোয়েন্টি, টেস্টেও কাঁচি

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া