ফলের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ, নেগেটিভ হলেই অনুশীলন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৪ জানুয়ারি ২০২১
ফলের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ, নেগেটিভ হলেই অনুশীলন

ছবি : ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশে পৌঁছে প্রথমবারের করোনাভাইরাস পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরে থাকা সবাই পাস করেছেন। এবার দ্বিতীয়বারের মতো নমুনা দিয়ে অপেক্ষা করছেন। এ পরীক্ষায় পাস করলেই মাঠের অনুশীলনের অনুমতি পাবেন তারা।

বিদেশ থেকে কোন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বাধ্যতামূলক ১৪ দিনে কোয়ারেন্টাইনে পালনের নির্দেশ রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের সফরকারী উইন্ডিজদের দুই বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই অনুশীলনের বিশেষ অনুমতি দিয়েছে সরকার।

ঢাকায় পৌঁছানোর পরদিন সোমবার প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনা দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবার হাতে পাওয়া সেই ফলে সবার করোনা নেগেটিভ রেজাল্ট আসে। প্রথম পরীক্ষায় পাস করার পর বুধবার (১৩ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার নমুনা দিয়েছে তারা।

প্রথম পরীক্ষায় খেলোয়াড় ও কোচিং স্টাফসহ মোট ৩৮ জনই নেগেটিভ ফল পাওয়ায় দ্বিতীয় পরীক্ষাতেও একই ফলের আসা করছে তারা। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট পেলেই অনুশীলনে মাঠে নামবে ক্যারিবীয় দল।

বুধবার উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ড্যারিও বার্থলে স্পোর্টসমেইল২৪.কমকে বলেন, ‌‘আজ (বুধবার) আমরা দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার নমুনা দিয়েছি। অপেক্ষা করছি ফল পাওয়ার। আশা করি, প্রথম পরীক্ষার ন্যায় সবাই নেগেটিভ হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠের অনুশীলন শুরু করবো।’

বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে তাদের করোনা পরীক্ষা পাস করতে হবে।

১৪, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি, টানা চারদিন একাডেমি মাঠে অনুশীলন শেষে ১৮ জানুয়ারি সাভারের বিকেএসপিতে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৯ জানুয়ারি একাডেমি মাঠে নিজেদের শেষ প্রস্তুতি সারবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

করোনার কারণে অনুশীলনে প্রথম দিকে তারা বাংলাদেশ থেকে কোন সাপোর্টিং স্টাফ কিংবা নেট বোলার পাবেন না। সাত দিন পর তারা অনুশীলনের সব সুযোগ-সুবিধা পাবেন।

২০ জানুয়ারি (বুধবার) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। প্রথম দুই ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, ২৫ জানুয়ারি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

বাংলাদেশকে ফেবারিট মানছেন ফিল সিমন্স

বাংলাদেশকে ফেবারিট মানছেন ফিল সিমন্স

দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন

দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন

বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন

বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন