বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক হওয়ার বার্তা দিল কেমার রোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ জানুয়ারি ২০২১
বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক হওয়ার বার্তা দিল কেমার রোচ

নিজেদের কন্ডিশনে ‘মানসিকভাবে শক্তিশালী’ ও দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চান ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। নিজেদের পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লাগাতে পারলে সিরিজ জয় সম্ভব বলেও মনে করেন এ ক্যারিবীয়ান।

শুক্রবার (১৫ জানুয়ারি) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সেই ভিডিও সাক্ষাৎকারে রোচ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে পেসারদের জন্য উইকেট নেওয়া সবসময়ই কঠিন। আমি মনে করি, ভালো পরিকল্পনা করা এবং আমি ভালোভাবে তা কার্যকর করতে পারি, তবে এখানেও ভালো করা সম্ভব। আমরা এখানে জিততে চাই। কারণ, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

২০০৯ সালে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় রোচের। বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় ওই সময় দলের বেশ কিছু প্রথম সারির খেলোয়াড় সরে গেলে অভিষেক হয় রোচের।

এদিকে করোনাভীতি ও ব্যক্তিগত কারণে এবারের বাংলাদেশ সফরেও আসেনি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ১২ জন ক্রিকেটার। ফলে দীর্ঘ দিন পরে হলেও ২০০৯ সালের দলের সাথে এবারের স্কোয়াডটির বেশ মিল রয়েছে। ওই সফরে অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

ওই দলের মধ্যে শুধুমাত্র রোচই জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। বাংলাদেশের বিপক্ষে তার সাফল্যও চোখে পড়ার মতো। টাইগারদের বিপক্ষে আট টেস্টে ৩৩ উইকেট শিকার করেছেন তিনি। ফলে কাগজে-কলমে শক্তির বিচারে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেউ বাজি না ধরলেও সাফল্য অব্যাহত রাখতে চান রোচ।

তিনি বলেন, ‘মাঠে অনেক বেশি আক্রমণাত্মক হতে হবে, আপনাকে ভালো জায়গা বল করতে হবে। কারণ, এ পিচে খুব বেশি বাউন্স নেই। লাইন-লেন্থে বল করতে হবে, যতটা সম্ভব আক্রমণাত্মক হতে হবে এবং মাঠে ভালো করতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে কোন কিছুই সহজ হবে না উল্লেখ করে যেকোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোচ। বলেন, ‘তারা খুবই ভালো দল। তাদের দলে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো খেলোয়াড় রয়েছেন। দলে সাকিবও ফিরেছেন। তারা সবসময়ই ভালো লড়াই করতে পারে। কারণ, তারা মানসিকভাবে খুবই শক্তিশালী দল এবং তারা অনুশীলনে অনেক পরিশ্রম করে।’

রোচের বিশ্বাস, স্পিনারদের সাথে দলের পেস ত্রয়ী আলজারি জোসেফ ও শ্যানন গাব্রিয়েলও ভালো পারফরমেন্স করবেন। বলেন, ‘অবশ্যই স্পিনারদেরই বেশি পারফরমেন্স করতে হবে, সাথে আমাদেরকেও পারফরমেন্স করতে হবে, আমাকে, শ্যানন ও আলজারিকে।’

রোচ আরও বলেন, ‘আমি মনে করি, আমরা যা করি সেটিই আমাদের সেরা এবং উইকেট নিতে এবং আমরা প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে বোলিং করে দলকে সহায়তা করি এবং আমাদের পরিকল্পনা ভালোভাবে কার্যকর করি। আমরা বোলিং কোচের সাথে এবং নিজেদের সাথে আলোচনা করে পরিকল্পনা করেছি এবং তাই আমরা কী করতে চাই, তা আমরা জানি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-মিরাজদের সামলানোর শিক্ষা নিয়েছে ক্যারিবীয়রা

সাকিব-মিরাজদের সামলানোর শিক্ষা নিয়েছে ক্যারিবীয়রা

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা