টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে রোচকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ১৬ জুন ২০২২
টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে রোচকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশে টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি। শেষ মুহূর্তে এসে স্বাগতিকদের দলে যোগ দিয়েছেন পেসার কেমার রোচ। ফিটনেস পরীক্ষায় পাস করায় ১৩তম সদস্য হিসেবে তাকে দলে নিলো ওয়েস্ট ইন্ডিজ।

জেসন হোল্ডারের ও শ্যানন গ্যাব্রিয়েলের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। এরপর আবার কেমার রোচও ছিটকে যাওয়ায় স্বাগতিকদের দলে অভিজ্ঞ পেসারের ঘাটতি দেখা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে রোচের দলে অন্তর্ভুক্তি নিশ্চয়ই স্বস্তি দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে।

কাউন্টি দল সারের হয়ে খেলার সময়ে চোট পেয়েছিলেন রোচ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করার সময়েই বলা ছিল ফিটনেস পরীক্ষায় পাস করলে দলে যুক্ত হবেন তিনি।

বুধবার (১৫ জুন) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জানায়, চোট থেকে সেরা উঠেছেন রোচ। ফিটনেস পরীক্ষায় পাস করেছেন এই অভিজ্ঞ পেসার। তাই তাকে ত্রয়োদশ সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ।

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়

সারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সময় চোট পেয়েছিলেন রোচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বুধবার বিবৃতি দিয়ে জানায়, চোট থেকে পুরোপুরি সে উঠে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই পেসার।

রোচের ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরা বাংলাদেশের জন্য দুঃসংবাদই বটে। কেননা, সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে বেশ ভালোই ভুগিয়েছেন তিনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে সিরিজেও তার দাপটে মাত্র ৪৩ রানে অল আউট হয় বাংলাদেশ। আট রানে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন রোচ।

বাংলাদেশ সময় আজ রাত আটটায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সাকিবের দল। এই মাঠেও বল হাতে দারুণ সফল রোচ। আট টেস্ট খেলে ৮৩ উইকেট, রিচার্ডস স্টেডিয়ামের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও তিনিই।

বাংলাদেশ দলেও নতুন একজন সদস্য নেওয়া হয়েছে। ইয়াসির চৌধুরির ইনজুরিতে আট বছর পর এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে। যদিও প্রথম টেস্টে তাকে পাবে না বাংলাদেশ। কারণ বিজয় এখনো ওয়েস্ট ইন্ডিজের বিমানেই ওঠেনি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১৭ মে) তার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজদের বিপক্ষে ‘নতুন শুরুর’ প্রতীক্ষায় বাংলাদেশ

উইন্ডিজদের বিপক্ষে ‘নতুন শুরুর’ প্রতীক্ষায় বাংলাদেশ

পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাইভ: শেষ মুহূর্তের মিরাকলের আশা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাইভ: শেষ মুহূর্তের মিরাকলের আশা

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেসব ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেসব ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম