উইন্ডিজ সিরিজেও ফাঁকা থাকবে গ্যালারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ এএম, ১৮ জানুয়ারি ২০২১
উইন্ডিজ সিরিজেও ফাঁকা থাকবে গ্যালারি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও গ্যালারিতে সাধারণ দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। করোনা সংক্রামণ যেন ছড়িয়ে না পড়ে সে জন্য বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ন্যায় এ সিরিজেও গ্যালারি শূন্য রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা অতিমারিকালে সিরিজটি মাঠে গড়ানোয় খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ক্রিকেট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা টিভিতে দেখতে হবে ক্রিকেট ভক্তদের।

এদিকে সাধারণ দর্শক প্রবেশ না করতে পারলেও সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সররা এর আওতামুক্ত থাকবেন। সিরিজে তাদের জন্য সীমিত পরিসারে বসার ব্যবস্থা রাখবে দেশের ক্রিকেট সংস্থা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, ‘পালাক্রমে কিছু সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি, স্পন্সরদের আমরা আমন্ত্রণ জানাবো, তবে এটা খুবই সীমিত। এ সিরিজেও সাধারণ দর্শকদের আমরা অনুমতি দিচ্ছি না।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২০ জানুয়ারি প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পর দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি। সিরিজের প্রথম দু’ওয়ানডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়ার পর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজের আগে টাইগারদের ব্যাটে রান

সিরিজের আগে টাইগারদের ব্যাটে রান

নতুন তিন মুখ দলকে আরও শক্তিশালী করবে : নান্নু

নতুন তিন মুখ দলকে আরও শক্তিশালী করবে : নান্নু

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ