সিরিজের আগে টাইগারদের ব্যাটে রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ এএম, ১৮ জানুয়ারি ২০২১
সিরিজের আগে টাইগারদের ব্যাটে রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটে রানের দেখা পেয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম, মিঠুন ও সৌম্যও।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেএসপিতে নিজেদের মধ্যে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তামিম-সাকিব ও শান্ত। নিজের নামে গড়া একাদশের নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল ৮০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৮০ রান করেন। তার ব্যাটিং নৈপূন্যেই প্রতিপক্ষ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে তামিম একাদশ।

প্রথম অনুশীলন ম্যাচে অপরাজিত ৫১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় ম্যাচ খেলেননি। ফলে সাকিবদের নেতৃত্বে ছিলেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৮২ বলে ৫২ রান করেন সাকিব। তার ইনিংসে ১টি করে চার-ছক্কা ছিল।

সাকিবের সাথে হাফ-সেঞ্চুরির দেখা পান নাইম শেখও। ৫০ রান করেন নাইম। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ১৮ সদস্যের মূল দলে জায়গা পাননি তিনি।

৮০ রান করার পর সেচ্ছায় অবসর নেন তামিম। দলের অন্যান্যদের অনুশীলনের সুযোগ করে দিতেই প্যাভিলিয়নে ফিরেন তিনি। এরপর ৫১ বলে ৬৭ রান করে তামিম একাদশকে ৩৫ দশমিক ২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন নাজমুল হোসেন শান্ত। শান্তর ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল।

মুশফিকুর রহিম করেন ২৫ রান। এছাড়া মিঠুন ১৭ বলে ১৭ এবং সৌম্য সরকার ১২ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। সিরিজ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এমন রান পাওয়া নিঃসন্দেহে আলাদা শক্তি জোগাবে টাইগার ব্যাটসম্যানদের মনে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ব্যাটে প্রথম ফিফটি

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ব্যাটে প্রথম ফিফটি

বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করতে চান জেসন মোহাম্মদ

বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করতে চান জেসন মোহাম্মদ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ