‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২১
‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

ছবি : রতন গোমেজ/বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ম্যান ম্যানেজমেন্ট দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন কোচ রাসেল ডোমিঙ্গো। একই সাথে দলনেতা হিসেবে সফল হতে তামিমের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

২০২০ সালের মার্চে মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলের ওয়ানডের নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ান। এরপর জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হন তামিম। বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে তামিমের।

ডোমিঙ্গো বলেন, ‘আমি দলের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রথমবার ওয়ানডে অধিনায়কত্ব করতে যাচ্ছে তামিম। আমি জানি ২০১৯ সালে সে দলের নেতৃত্ব দিয়েছিল। এখন পর্যন্ত তার সাথে কাজ করে আমি সত্যিই আনন্দ পেয়েছি। সে খুবই দায়িত্বশীল মানুষ। দলের সকল খেলোয়াড়কে আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্য বোধ নিশ্চিত করেন।’

তিনি বলেন, ‘খেলোয়াড়রা মানসিকভাবে ভালো জায়গায় আছে কি-না তা নিশ্চিত করার লক্ষ্যে সজাগ দৃষ্টি রাখেন সে (তামিম)। আমি তার সাথে কাজ করতে এবং যতটা সম্ভব সহায়তা করতে মুখিয়ে আছি।’

২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ওই সিরিজে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এছাড়া সম্প্রতি ঘরোয়া দু’টি টুর্নামেন্টে- বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অধিনায়ক হিসেবে সাফল্য পাননি তামিম।

ফলে আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আগেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তামিমকে। কারণ, ঘরোয়া ওই দু’টি টুর্নামেন্টে ফাইনালে উঠতে পারেনি তার দল।

তবে ডোমিঙ্গোর মতে, অধিনায়ক হিসেবে তামিম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কারণ তামিম জানেন, তার অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছে। টাইগারদের প্রধান কোচ বলেন, ‘তার (তামিম) চিন্তা-ভাবনা ঠিকই আছে। সে সঠিক পন্থায়ই খেলছে, ভালো করতে চায়। সে জানে তার নেতৃত্ব ও পারফরমেন্সের ওপর স্পটলাইট রয়েছে। এ ব্যাপারে সে খুবই সচেতন। অধিনায়ক হিসেবে ভালো শুরু করতে চায় তামিম।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম

নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

বাংলাদেশকে হারিয়ে বাছাইপর্ব এড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে বাছাইপর্ব এড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

উইন্ডিজ সিরিজেও ফাঁকা থাকবে গ্যালারি

উইন্ডিজ সিরিজেও ফাঁকা থাকবে গ্যালারি