নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৮ জানুয়ারি ২০২১
নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম

ছবি : রতন গোমেজ/বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে দলের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে অধিনায়কত্বের যাত্রায় সহকারী নেতা হিসেবে কাউকে পাচ্ছেন না তিনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আপাতত ভাবছে না।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ ক্রিকেট দল। ফলে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব ছাড়লেও নতুন অধিনায়কের অধীনে আর কোন ম্যাচ খেলেননি টাইগার ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। দীঘদিন পর আন্তর্জাতিক এ সিরিজ দিয়ে নেতা হিসেবে যাত্রা শুরু করছেন তামিম ইকবাল। তবে বিসিবির ১৮ সদস্যের চূড়ান্ত দলে তামিম ইকবালের সহকারী অধিনায়ক হিসেবে রাখা হয়নি কারো নাম।
sportsmail24
বিষয়টি নিয়ে রোববার (১৭ জানুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির সভাপতি আকরাম খানের কাছে প্রশ্ন রাখা হলে তিনি জানান, আপাতত বিষয়টি নিয়ে বিসিবির চিন্তা নেই। দলের অনেক সিনিয়র ক্রিকেটার থাকায় প্রয়োজন হলে বোর্ড তাৎক্ষণিকভোবে সিদ্ধান্ত নেবে।

আকরাম খান বলেন, ‌‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি, সেহেতু আমাদের কোন....। পরিস্থিতি ও রকম (তামিমের কোন সমস্যা হলে) হলেই আমরা নাম উল্লেখ করবো। হোমে খেলা হওয়াতে আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকরা থাকবে। তো, যেকোন সময় আমরা এ সিদ্ধান্ত নিতে পারব।’

অধিনায়ক তামিম ইকবালের ইনজুরি বা অন্য কোন কারণে খেলতে সমস্যা হলে বিসিবি সেক্ষেত্রে কী করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে, কিছু জুনিয়র প্লেয়ার আছে। তো এটা নিয়ে কোন রকম সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এ রকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ এমন আরও আছে, মুশফিক আছে।’

বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির সভাপতি আকরাম খানের কথায় এটা পরিষ্কার যে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অভিজ্ঞ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় থাকলেও সহকারী অধিনায়ক হিসেবে কাউকে পাচ্ছে না তামিম ইকবাল। অর্থাৎ, মাশরাফি চলে যাওয়ার পর তামিম ইকবালকে অধিনায়কত্বের যাত্রা একাই শুরু করতে হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজদের বিপক্ষে বিশেষ জার্সি পরে খেলবে বাংলাদেশ

উইন্ডিজদের বিপক্ষে বিশেষ জার্সি পরে খেলবে বাংলাদেশ

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

নতুন তিন মুখ দলকে আরও শক্তিশালী করবে : নান্নু

নতুন তিন মুখ দলকে আরও শক্তিশালী করবে : নান্নু

উইন্ডিজ সিরিজেও ফাঁকা থাকবে গ্যালারি

উইন্ডিজ সিরিজেও ফাঁকা থাকবে গ্যালারি