স্ক্যান রিপোর্টে সাকিবকে নিয়ে শঙ্কা বাড়লো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১
স্ক্যান রিপোর্টে সাকিবকে নিয়ে শঙ্কা বাড়লো

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নিয়ে টেস্ট সিরিজে মাঠে ফিরেছিলেন তিনি। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়ায় ওয়ানডে সিরিজে দেখা দেওয়া সেই কুঁচকির ইনজুরি। যা স্ক্যান করার পর ইনজুরির বিষয়ে আরও নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রাম টেস্টে প্রথম ও দ্বিতীয় দিন মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬৮ রানে ইনিংস খেলার পর শেষ দিকে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে সাকিবের। তখন ধারণা করা হয়েছিল, হয়তো কুঁচকির চোট ফিরে এসেছে।

তৃতীয় দিন শুক্রবার সেই ইনজুরি নিয়ে অস্বস্তি বোধ করলে সাকিবকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্ক্যান করে সাকিবের ইনজুরি ধরা পড়ে। তবে সেটি কুঁচকিতে নয়, সাকিবের চোট বাঁ ঊরুতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, বিসিবির মেডিকেল বিভাগ আপাতত সাকিবের চিকিৎসা চালিয়ে যাবেন এবং অবস্থা পর্যবেক্ষণ করবেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই ওয়ানডের পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন সাকিব। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস ছাড়াও বল হাতে ৬ ওভার করেছেন তিনি।

এদিকে সাকিবকে না পেয়ে বাংলাদেশের চার স্পিনারের আক্রমণ রূপ নিয়েছে তিনজনে। এছাড়া ইনজুরির কারণে চলতি টেস্টে সাকিবের বোলিং করার সম্ভাবনাও অনেক কম।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাকিব শতভাগ ফিট নন’

‘সাকিব শতভাগ ফিট নন’

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ

ম্যাচ সেরা সাকিব ভাঙলেন নিজের রেকর্ড

ম্যাচ সেরা সাকিব ভাঙলেন নিজের রেকর্ড

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব