ব্যাট-বল তুলে রাখলেন পাঠান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ব্যাট-বল তুলে রাখলেন পাঠান

সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের হয়ে দু’টি বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ইউসুফ পাঠান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে ব্যাট-বল তুলে রাখার ঘোষণা দেন তিনি। 

পাঠান দেশের হয়ে সর্বশেষ খেলেছেন ৯ বছর আগে। ঘরোয়া ক্রিকেটও খেলেছেন এক বছর আগে। এর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইউসুফ। পরের বছরই ইউসুফের অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে।

আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তোলার সামর্থ্য ছিল ইউসুফের। ওয়ানডে ফরম্যাটে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১১৩ দশমিক ৬ স্ট্রাইক রেটে পাঠানের রান সংখ্যা ৮১০। অফ স্পিনে তার উইকেট সংখ্যা ৩৩টি। টি-টোয়েন্টিতে পাঠানের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, ২২ ম্যাচে রান সংখ্যা ২৩৬, আর উইকেটের সংখ্যা ১৩টি।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত দলের সদস্য ছিলেন ইউসুফ। সেই টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ১১৫.৬২ স্ট্রাইক রেটে রান করেন ৭৪। বল হাতে শিকার করেছিলেন মাত্র একটি উইকেট।

ঘরের মাঠের সেই বিশ্বকাপ জয় করেছিল ভারত। ঐতিহাসিক সেই মুহূর্তের অংশ ছিলেন ইউসুফ। পরের বছর দক্ষিণ আফ্রিকায় খেলা টি-টোয়েন্টি সিরিজই পাঠানের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

জাতীয় দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন পাঠান। আইপিএলে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। রাজস্থানের হয়ে একবার ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জিতেছেন ইউসুফ পাঠান।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

গ্রায়েম পোলককে পিছনে ফেলে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

গ্রায়েম পোলককে পিছনে ফেলে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

গোলাপি বলের ভেলকি, নরেন্দ্র মোদিতে ভারতের জয়

গোলাপি বলের ভেলকি, নরেন্দ্র মোদিতে ভারতের জয়

‌আনুষ্কা না এলে জানি না জীবনে কী হতো : কোহলি

‌আনুষ্কা না এলে জানি না জীবনে কী হতো : কোহলি

বিদেশি লিগ খেলার অনুমতি চান ভারতীয় ক্রিকেটাররা

বিদেশি লিগ খেলার অনুমতি চান ভারতীয় ক্রিকেটাররা