তিন ফরম্যাটে নতুন অধিনায়ক দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৬ মার্চ ২০২১
তিন ফরম্যাটে নতুন অধিনায়ক দিল দক্ষিণ আফ্রিকা

উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কুইন্টন ডি কককে সরিয়ে তিন সংস্করণে নতুন অধিনায়ক বেছে নিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেস্টে ওপেনার ডিন এলগার এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব দায়িত্ব পেয়েছেন তেম্বা বাভুমা। টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।

দুই দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাভুমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আর পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশীপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন এলগার।

গত বছরের ফেব্রুয়ারিতে ফাফ ডু-প্লেসিস অধিনায়কত্ব ছাড়ার পর গত ডিসেম্বরে অস্থায়ীভাবে টেস্টের দায়িত্ব পান ডি কক। আর আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলকে ৪টি টেস্ট, ৮টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডি কক।

তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভার থেকে ডি কককে মুক্তি দিতেই এলগার ও বাভুমাকে বেছে নিয়েছে সিএসএ। বিদায় বেলায় ডি কককে ধন্যবাদ জানিয়েছেন সিএসএর ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। বলেন, ‘এতোদিন তিন ফরম্যাটে দায়িত্ব পালনের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। একই সাথে জাতীয় নির্বাচক প্যানেল টেস্ট অধিনায়ক বাছাইয়ে সহায়তা করায় তার কাছে আমরা কৃতজ্ঞ।’

নতুন অধিনায়কদের বিষয়ে স্মিথ বলেন, ‘নতুন অধিনায়ক হিসেবে এলগার ও বাভুমাকে বেছে নিতে পারায় আমরা খুশি। আমাদের বিশ্বাস তারা দলকে সাফল্যের পথে রাখবে।’

এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে বাভুমার। ২০১৬ সালে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে ৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘রোটেশন পদ্ধতির সুবিধা পাবে ইংল্যান্ড’

‘রোটেশন পদ্ধতির সুবিধা পাবে ইংল্যান্ড’

ভিত্তিমূল্য ৭৫ লাখ, বিক্রি হলো ১৬ কোটি ২৫ লাখে

ভিত্তিমূল্য ৭৫ লাখ, বিক্রি হলো ১৬ কোটি ২৫ লাখে

টেস্টকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসিস

টেস্টকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসিস

যেমন ক্রিকেটের সৌন্দর্য্য ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’

যেমন ক্রিকেটের সৌন্দর্য্য ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’